Breaking News

পিসিবির নির্বাচকের দায়িত্ব পেয়েই আফ্রিদির বড় চমক, দল থেকে বাদ ‘রিজওয়ান’

শহিদ আফ্রিদি পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচকের দায়িত্ব নিয়েছেন, সপ্তাহও পেরোয়নি। তবে যখন দায়িত্ব নিয়েছিলেন, তখনই জানিয়েছিলেন, বদলে দিতে চান দলকে। তার প্রমাণটা প্রথম অ্যাসাইনমেন্টেই দিলেন সাবেক পাক অধিনায়ক।

দলে রাখলেন বিরাট এক চমক। পাকিস্তান ক্রিকেটের অন্যতম বড় তারকা মোহাম্মদ রিজওয়ানকে সরিয়ে দিলেন একাদশ থেকে। তার বদলে দলে এলেন সাবেক পাক অধিনায়ক সরফরাজ আহমেদ।

সবশেষ সিরিজে পাকিস্তান নিজেদের মাঠে ৩-০ ব্যবধানে হেরেছে ইংল্যান্ডের কাছে। সেই সিরিজ তো বটেই, রিজওয়ান চলতি বছর একটা বড় সময় ধরে আছেন অফ ফর্মে। ব্যাট হাতে শেষ ১২ ইনিংসে পাননি ফিফটির দেখা।

নিজেদের মাটিতে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার কারণে পাকিস্তান বেশ কিছু দিন ধরেই আছে তোপের মুখে। বাবর আজমের অধিনায়কত্ব পড়ে গিয়েছিল হুমকির মুখে।

দলের সবার পারফর্ম্যান্স নিয়েও সমালোচনা হয়েছে ঢের। রিজওয়ানের পারফর্ম্যান্স নিয়েও কথা উঠেছে বেশ। আফ্রিদি নির্বাচক হয়ে আসার পর প্রথম কোপটা পড়েছে তার ওপরই।

আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে দলটি। সেই দলে নেই রিজওয়ান। তার বদলে এসেছেন আরেক উইকেটরক্ষক সরফরাজ আহমেদ, যিনি ২০১৯ বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *