Breaking News

নিজ দেশের বিশ্বকাপ ফাইনালে কেন আগ্রহ নেই বেনজেমার ?

টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের দোরগোড়ায় এখন ফ্রান্স। শিরোপা ধরে রাখতে কিলিয়ান এমবাপে- অলিভিয়ার জিরুডদের পেরোতে হবে আর এক ধাপ। আর্জেন্টিনার বিপক্ষে সে লড়াইটা অবশ্য একটুও সহজ হতে যাচ্ছে না দিদিয়ের দেশমের দলের জন্য।

তবুও শক্তি বাড়ানোর সুযোগ পেয়েও বাড়াননি ফরাসি দলের কোচ দেশম। চলতি বছরেই ফুটবল বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরষ্কার ব্যালন ডি’অর জিতেছেন করিম বেনজেমা। মাঠের ফুটবলে গত মৌসুমটাও কাটিয়েছেন উড়ন্ত ফর্মে।

তবে বিশ্বকাপের মঞ্চে আবারও দুর্ভাগ্যই সঙ্গী রিয়াল মাদ্রিদ তারকার। চোটের কারণে বিশ্বকাপ দলে থেকেও দেশের হয়ে মাঠে নামতে পারছেন না তারকা এ ফুটবলার।

বিশ্বকাপ শুরুর মাত্র দুই দিন আগে অনুশীলনে উরুর পেশিতে চোট পান বেনজমা। চিকিৎসকরা তখনই ৩ সপ্তাহ বিশ্রামের নির্দেশ দিয়েছিলেন তাকে। তবে তার বদলি খেলোয়াড় হিসেবে কাউকে দলে নেওয়া হয়নি।

৩ সপ্তাহের সময়টা শেষ। গুঞ্জন উঠেছে, ফাইনাল ম্যাচের আগে পুরোপুরি ফিট বেনজেমা। তবুও মিডিয়ার প্রশ্নের মুখোমুখি হয়ে ব্যালন ডি’অর জয়ী তারকাকে নিয়ে আগ্রহ দেখাননি।

এ ঘটনায় প্রতিক্রিয়া জানাতে দেরি করেননি বেনজেমাও। ফাইনালের ঠিক আগের দিন শনিবার নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন রিয়াল তারকা। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী,

ছবির ক্যাপশনে পরোক্ষভাবে কোচের বক্তব্যেরভ প্রতিবাদ জানানো হয়েছে। সরাসরি কিছু না বলে কৌশলি এ ফুটবলার ইঙ্গিত দিয়েছেন, ফাইনাল ম্যাচ নিয়ে আগ্রহ নেই। পোস্টে তিনই লেখেন, ‘এতে আমার কোনও আগ্রহ নেই।

তৃতীয় বিশ্বকাপের লক্ষ্যে রোববার লুসাইল স্টেডিয়ামে নামবে গতবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে তারা। শেষ লড়াইয়ের আগে এবারের ব্যালন ডি’অর জয়ী তারকা ফুটবলারের ফাইনালে উপস্থিতি নিয়ে জল্পনার সৃষ্টি হয়েছে।

কোচ দেশম অবশ্য এ বিষয়ে কোনওরকম মন্তব্য করতে নারাজ। তবে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বিশ্বকাপ ফাইনালে বেঞ্জেমাকে দেখার ইচ্ছা প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *