Breaking News

নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে গর্জে উঠতে মরিয়া সাকিবরা

ত্রিদেশীয় সিরিজের শুরুটা মোটেও সুখকর হয়নি বাংলাদেশ দলের জন্য। উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের কাছে ২১ রানে হেরেছে টাইগাররা। প্রথম ম্যাচে হারের সেই ক্ষত ভুলে আগামীকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে আবারও মাঠে নামতে যাচ্ছে সাকিব আল হাসানের দল।

ম্যাচের আগের দিন আজ শনিবার অনুশীলনে ঘাম ঝরাতে দেখা গিয়েছে অধিনায়ক সাকিবকে। গেল ম্যাচে ভ্রমণ ক্লান্তি থাকায় একাদশে ছিলেন না সাকিব। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানা যায় সাকিবকে বিশ্রামে দিয়েছিল দল।

একদিন পরই আজ হেগলি ওভালের নেটে অনুশীলনে দেখা যায় সাকিবকে, করেছেন ব্যাটিং অনুশীলন। টাইগারদের ব্যাটিং কনসালট্যান্ট জেমি সিডন্সের তত্বাবধায়নে

এদিন দীর্ঘ সময় ব্যাট হাতে অনুশীলন চালান বাংলাদেশ অধিনায়ক। ম্যাচ শুরুর আগের দিন অধিনায়ক সাকিব আজ তার ফেরিভায়েড ফেসবুক পোস্টে জানান কিউইদের বিপক্ষে গর্জে উঠতে মরিয়া টাইগাররা।

সাকিব সেখানে লেখেন, ‘সময় এসেছে স্বাগতিকদের মুখোমুখি হওয়ার। টাইগাররা তাদের ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে গর্জে উঠতে মরিয়া হয়ে আছে!

গুঞ্জন উঠেছে, আগামীকালের ম্যাচে ডাগআউটে থাকতে হতে পারে ওপেনার সাব্বির রহমানকে, সেক্ষেত্রে দলের ওপেনিং পজিশনে দেখা যেতে পারে নাজমুল হোসেন শান্তকে।

এদিকে অধিনায়ক সাকিব আল হাসান দলে ফেরায় কপাল পুড়তে যাচ্ছে নাসুম আহমেদের। কেননা বিদেশের পেসবান্ধব উইকেটে দুই বাঁহাতি স্পিনার একাদশে থাকলে সেটা মিরাকলই হবে। তবে অসম্ভব কিছুই নয় এই মুহুর্তে বাংলাদেশ দলের জন্য।

ত্রিদেশীয় সিরিজ এবং বিশ্বকাপে বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, লিটন দাস,

ইয়াসির আলী, নুরুল হাসান (সহ-অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, নাসুম আহমেদ ও নাজমুল হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *