Breaking News

নতুন তালিকায় ২০২৩ ব্যালন ডি’অর জেতার দৌড়ে কে এগিয়ে

চলতি বছরের অক্টোবরে দেয়া হবে ফুটবলের সর্বোচ্চ মর্যাদার পুরস্কার ব্যালন ডি’অর। সে হিসাবে এখনও ৪ মাস বাকি। তবে এরই মধ্যে এ নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। বরাবরের মতো এবারও একাধিক ফুটবলার ব্যালন ডি’অর

জেতার দৌড়ে রয়েছেন। স্বাভাবিকভাবেই শত শত কোটি ফুটবলপ্রেমীর কৌতুহল, ২০২৩ সালে কে পাচ্ছেন এটি। এ নিয়ে সদ্য একটি তালিকা প্রকাশ করেছে নাইজেরিয়ার প্রভাবশালী সংবাদমাধ্যম ডেইলি পোস্ট।

এবার চলুন দেখে নেয়া যাক, এ তালিকায় কে কোন স্থানে রয়েছেন-

১. লিওনেল মেসি- চলমান চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়েছে পিএসজি। তবে দলটিকে লিগ ওয়ান শিরোপা এবং ফ্রেঞ্চ কাপ জেতার দৌড়ে রেখেছেন লিওনেল মেসি।এছাড়া আর্জেন্টিনার হয়ে ২০২২ বিশ্বকাপ জিতেছেন তিনি।

সঙ্গত কারণে এবার ব্যালন ডি’অর জয়ের তালিকায় প্রথম স্থানে আছেন মেসি।এ বছর জিতলে রেকর্ড অষ্টমবারের মতো ফুটবলের সেরা পুরস্কার শোকেসে ভরবেন আলবিসেলেস্তে মহানায়ক।

২ অর্লিং হালান্ড- ২০২২-২৩ মৌসুমে ফর্মের তুঙ্গে আছেন অর্লিং হালান্ড। তার জাদুকরি পারফরম্যান্সে ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি। শুধু এক সিজনেই ৫০ গোল করেছেন তিনি।

এতে এফএ কাপে কোয়ালিফাই করেছেন সিটিজেনরা। তাদের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুলতেও অগ্রণী ভূমিকা রেখেছেন নরওয়ের তরুণ তুর্কি। স্বাভাবিকভাবেই এবার ব্যালন ডি’অরের যোগ্য দাবিদার হালান্ড। কাতার বিশ্বকাপে সর্বোচ্চ গোলস্কোরার ছিলেন কিলিয়ান এমবাপ্পে।

ফাইনালেও অতুলনীয় ছিলেন তিনি। তবে দুর্ভাগ্যবশত সোনালি ট্রফিতে চুমু আঁকা হয়নি তার। কিন্তু ২৪ বছর বয়সী ফরোয়ার্ডের ঈর্ষণীয় পারফরম্যান্সেই শিরোপা লড়াইয়ের মঞ্চে নাম লেখায় ফ্রান্স। অবশ্য চলমান চ্যাম্পিয়ন্স লিগ থেকে

শুরুতেই বাদ পড়েছে পিএসজি। তবে দলটিকে লিগ ওয়ান শিরোপা এবং ফ্রেঞ্চ কাপ জয়ের প্রতিযোগিতায় সামনে রেখেছেন এমবাপ্পে। ফলে ব্যালন ডি’অর জিততে পারেন তিনিও। ৩৬ বছর পর আর্জেন্টিনার আরাদ্য

বিশ্বকাপ জয়ে অনবদ্য অবদান রয়েছে জুলিয়ান আলভারেজেরও। ইতোমধ্যে ট্রেবল জিতেছে ম্যানচেস্টার সিটি। কোয়াড্রাবল জয়ের দিকে এখন এগিয়ে যাচ্ছে ক্লাবটি। এতেও অন্যতম কারিগরের ভূমিকা রেখেছেন তিনি।

ফলে ব্যালন ডি’অর জয়ের রেসে আছেন আর্জেন্টাইন তরুণও। এছাড়া এবার ফুটবলের শীর্ষ পুরস্কারটি জয়ের প্রতিযোগিতায় আছেন নাপোলির ভিক্টর অসিমহেন,

রিয়াল মাদ্রিদের করিম বেনজেমা ও ভিনিসিয়াস জুনিয়র, বার্সেলোনার রবাট লেভানডোভস্কি এবং ম্যানচেস্টার ইউনাইটেডের মার্কাস রাশফোর্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *