Breaking News

দুর্দান্ত জয়ে বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ

দুর্দান্ত জয়ে বিশ্বকাপের মুল পর্বে বাংলাদেশ। আগের তিনবারই টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব হেসে খেলেই উতরে গিয়েছিল বাংলাদেশ। ফলে এবারের বিশ্বকাপও বাংলাদেশ নিশ্চিত করবে, প্রত্যাশা ছিল এমনটাই।

বিশ্বকাপ বাছাইপর্বের সেমিফাইনালে থাইল্যান্ডকে হারিয়ে সে প্রত্যাশাটাই পূরণ করেছে নিগার সুলতানা জ্যোতির দল। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস হেরে বিশ্বকাপ বাছাইপর্বের ফাইনাল নিশ্চিত

করার ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেটে হারিয়ে বাংলাদেশ নারী দল সংগ্রহ করে ১১৩ রান। মাঝারি লক্ষ্যকে তাড়া করতে নেমে ১০২ রানেই গুটিয়ে যায় থাইল্যান্ড নারী দল।

১১ রানের এই জয়ের ফলে আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করে টাইগ্রেসরা। থাইল্যান্ড এদিন ব্যাট করতে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়ে ধুঁকতে থাকে।

এরপর একাই মাঠে বুক চিতিয়ে লড়াই করেন আরেক ওপেনার নাট্টাকান চানথাম। শেষ পর্যন্ত এ ব্যাটার আউট হওয়ার আগে খেলেন ৫১ বলে ৬৪ রানের ইনিংস

এছাড়া শেষ দিকে সরনারাইন টিপচ ১০ রান করে শুধু হারের ব্যবধানই কমিয়েছেন থাইল্যান্ডের। টাইগ্রেসদের হয়ে সালমা খাতুন ৩ উইকেট নেন, এছাড়া সানজিদা আক্তার মেঘলা শিকার করেন ২ উইকেট।

এর আগে দিনের প্রথমে ব্যাট করতে নেমে ধীরগতিতে শুরু হয় বাংলাদেশের ইনিংস। ওপেনার শামীমা সুলতানা ১৭ বল খেলে করেন ১১ রান। এছাড়া আরেক ওপেনার মুর্শিদা করেন ৩৫ বলে ২৬ রান।

অধিনায়ক জ্যােতিও এদিন বড় ইনিংস খেলতে ব্যর্থ হন, করেন ১৭ রান। একসময় স্কোরবোর্ড ১০০ রান যোগ করাই কষ্টসাধ্য ব্যাপার হয়ে গিয়েছিল বাংলাদেশের জন্য। মিডল অর্ডার ব্যাটার রোমানা আহমেদ ২৪ বলে ২৮ রানের ইনিংসে বাংলাদেশের রানরেট টেনে তোলার চেষ্টা করেন।

সঙ্গে শেষদিকে ব্যাটার রিতু মনির ছোট ক্যামিওর (১০ বলে ১৭ রান) উপর ভর করে টাইগ্রেসদের স্কোরবোর্ড রান দাঁড়ায় ১১৩। সে পুঁজি সামলে দারুণভাবেই বিশ্বকাপ নিশ্চিত করে ফেলে বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *