Breaking News

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ: সম্ভাব্য একাদশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্বের আগে নিজেদেরকে শেষবারের মতো ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে টাইগাররা।
বুধবার নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। এর আগে ইনজুরির কারণে প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নামতে পারেননি দলের টপঅর্ডার ব্যাটার লিটন দাস।

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় মুখ থুবড়ে পড়ে বাংলাদেশ। এবার ব্যাটিং শক্তি বাড়াতে বুধবারের ম্যাচে যুক্ত হতে পারেন লিটন।  কারণ ইতোমধ্যে লিটন ইনজুরি সেরে ফিট হয়ে ফিরেছেন বলে

জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। এদিকে দ্বিতীয় ম্যাচেও পেস আক্রমণে দেখা যাবে না মোস্তাফিজুর রহমানকে।  কারণ কাটার মাস্টারের চাইতে তরুণ পেসার হাসান মাহমুদ বেশ ভালো করছেন বলে জানিয়েছেন বিশ্লেষকরা।

তবে প্রোটিয়াদের বিপক্ষে তাসকিন-হাসানের সঙ্গী হতে পারেন এবাদত হোসেন। অস্ট্রেলিয়ার বাউন্সি উইকেটে পেসার এবাদতকে পরখ করে নেওয়ার এখনই সুযোগ।

হয়তো তুরুপের তাস হয়ে যেতে পারেন টেস্টের নিয়মিত এ তারকা। আফগানিস্তানে বিপক্ষে খেলা একাদশে এ দুটি পরিবর্তনই আনা হতে পারে দ. আফ্রিকার বিপক্ষের ম্যাচে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), ইয়াসির আলী রাব্বি, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *