Breaking News

তামিম অবসর নেওয়ায় দলে কোনো প্রভাব পড়বে না: নতুন অধিনায়ক

চলমান আফগানিস্তানের বিপক্ষে সিরিজের মাঝপথেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। তামিমের আকস্মিক অবসরে স্তম্ভিত পুরো ক্রীড়াঙ্গন। শুধু ক্রীড়াঙ্গন বলা কেন,

বৃহস্পতিবার (৬ জুলাই) টক অব দ্য কান্ট্রি ছিল এই ঘটনা। তামিমের বিদায় মেনে নিতে পারছেন না তার ভক্ত-সমর্থকরা।তামিমের পরিবর্তে আফগানিস্তান সিরিজের বাকি দুই ম্যাচে দলের দায়িত্ব পাওয়া নয়া অধিনায়ক লিটন দাস জানিয়েছেন

, তামিম হুট করে অবসরে চলে যাওয়ায় দলের পরিবেশে কোনো প্রভাব পড়বে না। আগের মতোই থাকবে।bতামিমের অবসর ঘোষণায় নেতাহীন হয়ে যায় বাংলাদেশ দল। তাই চলমান সিরিজের জন্য লিটনকে অধিনায়ক ঘোষণা করে বাংলাদেশ

ক্রিকেট বোর্ড (বিসিবি)। সহ-অধিনায়ক লিটনকেই এখন দেখা যাবে অধিনায়কের ভূমিকায়। শুক্রবার বাংলাদেশ দলের অনুশীলন চলাকালীন লিটনের নাম ঘোষণা করে বিসিবি। এর আগে তাকে এই সিরিজের জন্য সহ-অধিনায়ক করা হয়েছিল।

বিসিবির ঘোষণার মিনিট কয়েকের মধ্যে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এসে এই কথা বলেন লিটন। ‘উনি আগের ম্যাচে ছিলেন, এই ম্যাচে নেই। সামহাউ যদি ইনজুরি হতো আমরা কিন্তু উনাকে ছাড়া খেলতাম। আমার কাছে মনে হয় না এরকম কিছু পরিবর্তন

(পরিবেশে) আসবে। আগের মতোই থাকবে সব কিছু’-দলে কোনো প্রভাব পরবে কি না এমন প্রশ্নে এভাবে উত্তর দিয়েছেন লিটন। বৃহস্পতিবার তামিম অবসরের ঘোষণা দেন।

বিষয়টি তামিমের সংবাদ সম্মেলনের কিছুক্ষণ আগে লিটনরা জানতে পারেন। তামিম তাদের মেসেজ দিয়ে জানিয়েছেন। লিটন জানিয়েছন, তামিমের নেওয়া সিদ্ধান্তকে তারা সম্মান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *