Breaking News

চ্যাম্পিয়ন হয়ে বাঁধভাঙা উল্লাসে রাজপথে শ্রীলঙ্কার ক্রিকেট দল

একটা বিধ্বস্ত দেশকে বহুদিন পর হাসতে দেখা গেল। আর এই হাসি ফিরিয়ে দেওয়ার উৎস ক্রিকেট। ব্যাট-বলের এই ক্রিকেট যে সবকিছুই পারে সেটির প্রমাণ আবারো দেখলো ক্রিকেট বিশ্ব। ১১ সেপ্টেম্বর এশিয়া কাপের এবারের আসরের ফাইনাল জিতেছিল শ্রীলঙ্কা দল।

আজ মঙ্গলবার ১৩ সেপ্টেম্বর ট্রফি হাতে দেশটিতে পৌঁছে এয়ারপোর্ট থেকে সোজা রোড শো করতে দেখা গেল লঙ্কান ক্রিকেটারদের। কয়েক মাস আগে শ্রীলঙ্কার অর্থনৈতিক চাবিকাঠি তাসের ঘরের মত ভেঙে যায়!

এরপরই দেশটিতে শুরু হয় নানা সমস্যা। খাবার সমস্যা, অর্থনৈতিক, ডিজেল-বৈদ্যুতিক ঘাটতি সবমিলিয়ে বেশ টালমাতাল অবস্থায় দিন পারছিল লঙ্কান মানুষরা। অবশেষে দেশটিতে কিছু সময়ের জন্য হলেও সুখের অনুভূতি ফিরিয়ে দিয়েছেন দেশটির ক্রিকেটাররা।

কেননা এশিয়া কাপ ফাইনাল জয়ের পর আজ মঙ্গলবার দেশে ফিরেই ট্রফি নিয়ে শানাকারা করেছেন রোড শো। ক্রিকেট শ্রীলঙ্কার ভেরিফাইড পেজের ভিডিওতে দেখা যায়, দেশে ফিরে এয়ারপোর্ট থেকে সোজা খোলা ট্রাকে করে ট্রফি হাতে দেশটির জনসাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করছেন হাসারাঙ্গা-শানাকারা।

সেসময় দেশের মানুষের মুখে তৃপ্তির যে হাসিটা দেখা গিয়েছে এটা হয়তো গেল কয়েকমাসে কেউ দেখেনি। খোলা ট্রাকে চড়ে অধিনায়ক শানাকাকে বেশ রোমাঞ্চিত মনে হচ্ছিল।

ট্রফি হাতে রেখে বারবার নিচে থাকা জনমানুষের সাথে কথা বলতে দেখা যায় এই অধিনায়ককে। এমন দৃশ্যের পর দলের প্রত্যেক খেলোয়াড়ের মন ছুঁয়ে তৈরী হয়েছিল এক আবেগঘন মুহুর্ত।

ব্যাট-বলের এই ক্রিকেট কতকিছুই করতে না করতে পারে, যার প্রমাণ একটা ভঙ্গুর দেশের মুখে বিজয়ের হাসি। এর আগে গেল রোববার দুবাইয়ে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে ২৩ রানে হারায় শ্রীলঙ্কা।

দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহেন্দ্রা রাজাপাকসে দেশকে ডুবিয়ে পালিয়েছেন, তবে দুবাইয়ের মাঠে সেদিন ভামুকা রাজাপাকসে ব্যাট হাতে দেখিয়েছিলেন এভাবেও ফিরে আসা যায়। শুধু প্রয়োজন সৎ সাহস আর পরিশ্রম, যেটা এশিয়া কাপে লঙ্কানদের প্রতিটি খেলোয়াড়ই করে দেখিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *