Breaking News

গত ম্যাচে ফিফটি করা কোহলি আজ রানের খাতা না খুলে ফিরলেন সাজঘরে

হারলেই চলে যেতে হবে খাদের কিনারায়। ক্ষীণ একটা সুযোগ থেকে যাবে, তবে সেটা অনেক যদি কিন্তুর বিষয়। আজ শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপ সুপার ফোরের ম্যাচে ভারতের সামনে সমীকরণটা এমনই।

তবে এমন সমীকরণ সামনে রেখে ভারতের শুরুটা মোটেও ভালো হয়নি। মহাগুরুত্বপূর্ণ টসে তো হেরেছেই, সেটা পুষিয়ে দিতে হতো ব্যাটিং দিয়ে। সেটাও হলো কই? ১৩ রানেই খুইয়ে বসেছে দুই উইকেট!

এমনকি আগের দুই ম্যাচে ফিফটি করা বিরাট কোহলিও ফিরেছেন রানের খাতা খোলার আগে! ভারতের জন্য বলতে গেলে বাঁচামরার লড়াই। আজ (মঙ্গলবার) হারলে বিদায় বলতে গেলে নিশ্চিত হয়ে যাবে রোহিত শর্মার দলের।

যা সম্ভাবনা থাকবে কেবল কাগজে-কলমে। দুবাইয়ে এমন এশিয়া কাপের সুপার ফোরে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টসভাগ্য সহায় হয়নি ভারতের।

টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। শানাকার এই সিদ্ধান্ত এখন পর্যন্ত যথার্থ প্রমাণ করে চলেছেন লঙ্কান বোলাররা।

১২ রান তুলতেই ২ উইকেট হারিয়ে বসেছে ভারত। ইনিংসের দ্বিতীয় ওভারে থিকশানার ঘূর্ণিতে এলবিডব্লিউ হয়েছেন লোকেশ রাহুল (৬)। রিভিউ নিয়েও কাজ হয়নি।

পরের ওভারেই বিরাট কোহলি ফিরেছেন শূন্য রানে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ ওভার শেষে ভারতের সংগ্রহ ২ উইকেটে ১৫ রান। রোহিত শর্মা ৪ আর সূর্যকুমার যাদব ২ রানে অপরাজিত আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *