Breaking News

কিংবদন্তি বাতিস্তুতার রেকর্ডে ভাগ বসালেন বিশ্বকাপে উড়তে থাকা ‘মেসি’

লিওনেল মেসি যেন পণ করেই নেমেছেন এবারের বিশ্বকাপ তাকে পেতে হবে। এজন্য হাঁটি হাঁটি পা পা করে এগুচ্ছেন এই ক্ষুদে জাদুকর। বিশ্বকাপের দারুণ খেলে দলকে ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালে তুললেন এই পিএসজি তারকা।

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত করেছেন ৪ গোল। যা তাকে নিয়ে গেছে অনন্য এক উচ্চতায়। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ ১০ গোল করেছেন কিংবদন্তি ফুটবলার গ্যাব্রিয়েল বাতিস্তুতা।

এতদিন একাই রাজত্ব করেছিলেন এই স্ট্রাইকার। তার রেকর্ডেই ভাগ বসালেন এবার মেসি। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে মেসির গোলসংখ্যাও এখন দশ।

মেসি যেভাবে এগুচ্ছেন তাতে বিশ্বকাপের বাকি দুই ম্যাচ যদি তিনি খেলতে পারেন তাহলে অচিরেই রেকর্ডটি তিনি নিজের করে নেবেন। এর আগে ম্যাচের শুরুতে দুই গোলে এগিয়ে গিয়ে সে লিড খুইয়ে বসেছিল আর্জেন্টিনা,

যে কারণে খেলাটা এসে গড়িয়েছে অতিরিক্ত সময়, আর পেনাল্টি শ্যুট আউটে। সেই টাইব্রেকারেও আরেকটু হলে পা হড়কে বসেছিল লিওনেল মেসির দল।

তবে শেষমেশ সে শঙ্কা কাটিয়ে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল লিওনেল স্ক্যালোনির দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *