Breaking News

এশিয়া কাপ বাংলাদেশকে হারিয়ে ভারত-পাকিস্তানের সাথে খেলতে চান: রাজাপক্ষে

এশিয়া কাপ সংযুক্ত আরব আমিরাতে হলেও আসরটির আয়োজক শ্রীলঙ্কা। টুর্নামেন্টে অন্তত সুপার ফোরে খেলার চাপ দ্বিতীয় সর্বোচ্চ পাঁচটি শিরোপা জয়ী দলটির ওপরে আছে।

আবার প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মতো বাংলাদেশও আফগানদের বিপক্ষে হেরেছে। দুবাই স্টেডিয়ামে অনুষ্ঠিত বৃহস্পতিবারের ম্যাচটি তাই বাংলাদেশ-শ্রীলঙ্কার জন্য বাঁচা মরার লড়াই।

ওই ম্যাচ নিয়ে উচ্ছ্বসিত লঙ্কান মিডল অর্ডার ব্যাটার ভানুকা রাজাপক্ষে। বাংলাদেশকে হারিয়ে সুপার ফোরে উঠে ভারত-পাকিস্তানের বিপক্ষে খেলতে মুখিয়ে আছেন বলেও উল্লেখ করেছেন তিনি।

সংবাদ মাধ্যম এএনআই’কে রাজাপক্ষে বলেছেন, ‘প্রথম ম্যাচ হারের পর বাংলাদেশের বিপক্ষে ম্যাচ আমাদের জন্য বাঁচা-মরার লড়াই। দলের সকলের মাথায় আছে বিষয়টি। সকলে বাংলাদেশ ম্যাচ নিয়ে উচ্ছ্বসিত।

ওই ম্যাচ জিতে সুপার ফোরে যাওয়ার ব্যাপারেও আশাবাদী। বাংলাদেশের বিপক্ষে ভালো ক্রিকেট খেলতে মুখিয়ে আছি আমরা। বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি প্রতিযোগিতাপূর্ণ হবে বলেও বিশ্বাস তার আমি মনে করি দারুণ প্রতিদ্বন্দ্বীতা হবে।

সবশেষ কয়েক দেখায় আমরা তাদের হারিয়েছি। তবে বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছি না। কারণ এশিয়া কাপে দারুণ অভিজ্ঞ তারা। শ্রীলঙ্কাও গত দুই বছর একটা দল হয়ে ভালো ক্রিকেট খেলছে।

আজ ম্যাচে মনোযোগ আমাদের। বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে জয়ী দল সুপার ফোরে যাবে। রাজাপক্ষে জয় নিয়ে সুপার ফোরে যেতে চান।

কারণ ভারত-পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে চান তিনি, ‘ভারত সবসময় এশিয়া কাপের ফেবারিট। সুপার ফোরে গেলে ভালো ম্যাচ হবে। ভারত-পাকিস্তানের বিপক্ষে খেলার অপেক্ষায় আছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *