Breaking News

এশিয়া কাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ: সম্ভাব্য একাদশ

আর কয়েক ঘণ্টা পরই এশিয়া কাপের মঞ্চে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।

এই ম্যাচের জন্য টাইগার একাদশ নিয়ে ক্রিকেটপ্রেমীদের কৌতুহল তুঙ্গে। কারণ, মাত্র দুই ওপেনার নিয়ে দল সাজিয়েছিল বাংলাদেশ, পরে আরও এক ওপেনার নেওয়া হয়েছে।

তাহলে কেমন হতে পারে রশিদ খানদের বিপক্ষে বাংলাদেশের একাদশ? এশিয়া কাপ শুরুর পর তিন দিন কেটে গেছে। ম্যাচ হয়েছে দুটি। তাই বাংলাদেশ তাদের প্রতিপক্ষের শক্তিমত্তা সম্পর্কে ধারণা নিতে পেরেছে ভালোভাবেই।

টি-টোয়েন্টি দলের নেতৃত্ব সাকিবের তৃতীয় হলেও টেকনকিক্যাল পরামর্শক শ্রীধরন শ্রীরামের প্রথম মিশন। প্রথম ম্যাচের একাদশ সাজানো নিয়ে টিম ম্যানেজম্যান্টের লম্বা মিটিংও হয়েছে।

রাসেল ডমিঙ্গোর মতো গতানুগতিক একাদশ খেলানোর পক্ষে নন সাকিব। প্রতিপক্ষ বিবেচনায় নিয়ে ব্যাটিং ও বোলিং লাইনআপ সাজাবেন তিনি।

এনামুল হক বিজয়ের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে পরে দলের সঙ্গে যুক্ত হওয়া নাঈম শেখকে। ম্যাচের আগে শ্রীরামও নাঈমের বেশ প্রশংসা করেছেন। তাই সম্ভাবনা বেশি।

তিন নম্বরে অবধারিতভাবে অধিনায়ক সাকিব আল হাসান। বিসিবি কর্তাদের বক্তব্য অনুযায়ী, আফিফকে চার নম্বরে উঠিয়ে আনার বিষয়ে শোনা গেছে। আজ দেখা যাবে সেটা বাস্তবায়ন হয় কিনা।

এরপর মুশফিক-মাহমুদউল্লাহর জায়গা পাকা। ৭ নম্বরে মেহেদি মিরাজ কিংবা সাব্বির রহমানকে দেখা যেতে পারে। যদিও শোনা যাচ্ছে, সাব্বিরকে একাদশে নেওয়ার সম্ভাবনা কম। উইকেট বিবেচনায় পেসার দুজন নিয়ে খেললে মুস্তাফিজুর রহমানের জায়গা নিশ্চিত।

ব্যাটিং বিবেচনায় তার সঙ্গী হতে পারেন চোট কাটিয়ে ফেরা পেস বোলিং অল-রাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। এমন হলে আরেক পেসার তাসকিনকে বাইরেই থাকতে হবে। স্পিন আক্রমণে সাকিবকে সঙ্গ দেবেন নাসুম আহমেদ।

এছাড়া মেহেদি মিরাজ সুযোগ পেলে তিনিও থাকবেন।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: নাঈম শেখ, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, আফিফ হোসেন ধ্রুব, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান রুম্মান, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদও মুস্তাফিজুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *