Breaking News

এবার চোটে পড়লেন মোস্তাফিজও, বাকি ২ ম্যাচে অনিশ্চয়তা

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ টি ২০ ও ওয়ানডে সিরিজে খেলতে যাওয়া বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার চোট আক্রান্ত হয়েছেন। এবার এই তালিকায় যোগ হয়েছে পেসার মোস্তাফিজুর রহমানের নাম। এশিয়া কাপের এবারের মৌসুম মাঠে গড়াবে আগামী ২৭ আগস্ট।

পর্দা নামবে ১১ সেপ্টেম্বর। এশিয়া শ্রেষ্ঠত্বের জন্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বেধে দেওয়া সময় অনুযায়ী টুর্নামেন্টে অংশগ্রহণকারী দেশগুলোকে স্কোয়াড দিতে হবে আগামী ৮ আগস্টের মধ্যে।

হাতে সময় মাত্র ২ দিন। অথচ এখনো দল সাজাতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিবেচনায় থাকা একাধিক ক্রিকেটার ইনজুরিতে আছে বলে স্কোয়াড তৈরিতে হিমশিম খেতে হচ্ছে।

শনিবার (৬ আগস্ট) সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। এজন্য এসিসির কাছে বাড়তি তিন দিনের সময় চেয়েছে বিসিবি।

দলীয় সূত্রে জানা গেছে, মোস্তাফিজ অ্যাঙ্কেলের চোটে পড়েছেন। তবে চোট কতটা গুরুতর, এ ব্যাপারে এখনো নিশ্চিত করে কিছু জানা যায়নি। এর আগে হারারেতে প্রথম ওয়ানডেতে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন ওপেনার লিটন দাস।

ম্যাচ চলাকালীন সময়ে তাকে হাসপাতালে নিয়ে স্ক্যান করানো হয়। পরবর্তীতে জানা যায় লিটনকে ৩-৪ সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। এছাড়া মুশফিকুর রহিম ব্যাটিং করার সময় আঙ্গুলে চোট পান।

অন্যদিকে পেসার শরিফুল ইসলাম ফিল্ডিংয়ের সময় ব্যথা পান। রোববার জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচটিতে মুশফিককে পাওয়ার আশা করছে টিম ম্যানেজমেন্ট।

তবে শরিফুলকে নিয়ে এখনো কোনো নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। এর আগে টি ২০ সিরিজে চোটে পড়েন অধিনায়কের দায়িত্ব পাওয়া নুরুল হাসান সোহান। ফলে ওই সময়ই তার সিরিজ শেষ হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *