Breaking News

এক ছক্কার শটেই সাব্বির দেখিয়েছে সে কী করতে পারে: সিডন্স

ঘরোয়া ক্রিকেটে কোনো ধরনের উল্লেখযোগ্য পারফর্ম না করেই জাতীয় দলে ফেরানো হয়েছিল সাব্বির রহমানকে। ‘ওপেনার’ হিসেবে এশিয়া কাপে এক ম্যাচে সুযোগ পেয়ে করেছিলেন ৫ রান।

এরপর আরব আমিরাতের বিপক্ষে চলতি টি-টোয়েন্টি সিরিজে দুই ম্যাচেই ওপেনিংয়ে নেমেছেন। কিন্তু প্রথম ম্যাচে ‘ডাক’ মারার পর দ্বিতীয় ম্যাচে ভালো কিছুর আভাস দিয়েছিলেন সাব্বির।

বিশেষ করে ইনিংসের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে সাবির আলির খাটো লেন্থের ডেলিভারি মিড উইকেট দিয়ে ছক্কা হাঁকিয়ে নিজের চেনা ছন্দে ফেরার বার্তাই দিচ্ছিলেন সাব্বির।

শেষ পর্যন্ত অবশ্য ৯ বলে ১২ রান করে আউট হয়ে যান এ মারকুটে ব্যাটার। তবে তার সেই ছক্কার শটে মুগ্ধ টাইগারদের ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স। তার মতে, সাব্বির কী করতে পারে সেটি এই এক শটেই বুঝিয়ে দিয়েছেন।

তবে তার কাছ থেকে এগুলো আরও বেশি দেখতে চান সিডন্স। মেকশিফট ওপেনারদের ওপর সন্তুষ্টির কথা জানিয়ে এ অস্ট্রেলিয়ান কোচ বলেছেন, ‘হ্যাঁ (আমি খুশি)। বিশেষ করে মিরাজের ওপর।

সাব্বির এখনও ছন্দ খুঁজে পাওয়ার চেষ্টা করছে। আজকে সে একটি শটের মাধ্যমে দেখিয়েছে ব্যাট হাতে কী করতে পারে। আমরা এটি আরও বেশি দেখতে চাই।

মিরাজের প্রশংসা করে ম্যাচ শেষে সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘মিরাজ বেশ ভালোভাবে এগিয়ে এসেছে। আত্মবিশ্বাস এখন উঁচুতে। আমি ওকে টেস্ট ও ওয়ানডেতে দেখেছি ভালো ব্যাট করতে।

সে এখন যা করছে তা পারবে আমি জানতাম। এখন শুধু ওকে বাড়তি লাইসেন্স দেওয়া হয়েছে টপঅর্ডারে নেমে শট খেলার। সে দারুণ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *