Breaking News

আয়ারল্যান্ডের বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচে শেষ বলে নাটকীয় জয় সিকান্দার রাজাদের

বৃষ্টিবিঘ্নিত প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডের বিপক্ষে নাটকীয় জয় পেল জিম্বাবুয়ে। ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে জিম্বাবুয়ের জয় ৩ উইকেটে। শেষ ৮ বলে ২৩ আর শেষ বলে ৪ রানের সমীকরণ মিলিয়ে জয়ের আনন্দে ভাসে তারা।

৪১ বলে ৫৯ রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচের সেরা রায়ান বার্ল। ৪৫ বলে ৪৩ রানের ইনিংসে অবদান রাখেন সিকান্দার রাজা। পাশাপাশি বৃথা গেছে আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি ও হ্যারি টেক্টরের সেঞ্চুরি।

হারারেতে বুধবার (১৮ জানুয়ারি) নবম ওভারে ২৫ রানে ২ উইকেট হারানোর পর জুটি বাঁধেন বালবার্নি ও টেক্টর। তৃতীয় উইকেটে দুইজন যোগ করেন ২১২ রান। তৃতীয় উইকেটে প্রথম দুইশ ও যে কোনো উইকেটে আয়ারল্যান্ডের তৃতীয় সর্বোচ্চ জুটি এটি।

এই উইকেটে তাদের আগের সেরা জুটি ছিল ১৭৯, গত বছর ডাবলিনে নিউজিল্যান্ডের বিপক্ষে গড়েছিলেন পল স্টার্লিং ও টেক্টর। ১৩৭ বলে ১৩ চার ও ৩ ছক্কায় ১২১ রান করে ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে ফেরেন বালবার্নি।

১০৯ বলে ৮ চার ও এক ছক্কায় ১০১ রানে অপরাজিত ছিলেন টেক্টর। তৃতীয় সর্বোচ্চ ১৩ রান করেন ওপেনার স্টার্লিং।
রান তাড়ায় ৯৯ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে জিম্বাবুয়ে। তবে পঞ্চম উইকেটে ৭৬ রানের জুটিতে দলকে লড়াইয়ে রাখেন রাজা ও বার্ল।

এরপর ৩৩.২ ওভারে জিম্বাবুয়ের রান যখন ৪ উইকেটে ১৭৫, বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা। আবার খেলা শুরু হলে স্বাগতিকদের নতুন লক্ষ্য দাঁড়ায় ৩৭ ওভারে ২১৪, অর্থাৎ ২২ বলে দরকার তখন ৩৯।

এই ধাপে দ্বিতীয় বলেই রাজা বিদায় নেন ৪টি চার ও একটি ছক্কায় ৪৩ রান করে। শেষ ৮ বলে দরকার যখন ২৩, জশ লিটলকে পরপর চার-ছক্কায় ব্যবধান কমানোর পথে বার্ল ফিফটি পূর্ণ করেন ৩৯ বলে।

৬ বলে ১৩ রানের সমীকরণে বোলিংয়ে আসেন গ্রাহাম হিউম। ডানহাতি পেসারের প্রথম বলে আসে ১ রান। পরের বলে দ্বিতীয় রানের চেষ্টায় রান আউট হন বার্ল। তৃতীয় বল ছক্কা হাঁকানোর পর এলবিডব্লিউ হয়ে ফেরেন ব্র্যাড ইভান্স।

পঞ্চম বলে সিঙ্গেল নিয়ে ওয়েলিংটন মাসাকাদজা স্ট্রাইকে দেন মাডান্ডেকে। ১ বলে ৪ রানের সমীকরণে বাউন্ডারি মেরে দেন তিনি। একই মাঠে আগামী শনিবার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।

সংক্ষিপ্ত স্কোর: আয়ারল্যান্ড/ ৫০ ওভারে ২৮৮/৪ (স্টার্লিং ১৩, ডোহেনি ৩, বালবার্নি ১২১, টেক্টর ১০১*, ডকরেল ১২, ক্যাম্পার ৮, টাকার ১২*; এনগারাভা ১০-০-৪০-১, নিয়াউচি ১০-০-৬৫-২, ইভান্স ৯-৩-৪৮-০, বার্ল ৭-০-৪০-০, রাজা ৮-০-৪৭-১, মাসাকাদজা ৬-০-৩৯-০)

জিম্বাবুয়ে: (৩৭ ওভারে লক্ষ্য ২১৪) ৩৭ ওভারে ২১৪/৭ (মাধেভেরে ২, কাইয়া ১৯, আরভিন ৩৮, ব্যালান্স ২৩, রাজা ৪৩, বার্ল ৫৯, মাডান্ডে ১২*, ইভান্স ৬, মাসাকাদজা ১*; অ্যাডায়ার ৮-০-৪০-২, লিটল ৮-০-৩৯-১, হিউম ৬-০-৪১-২, টেক্টর ৪-০-২০-১, ম্যাকব্রাইন ৭-০-৩৮-০, ক্যাম্পার ৩-০-১৮-০, ডকরেল ১-০-১৭-০)

ফল: ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে জিম্বাবুয়ে ৩ উইকেটে জয়ী সিরিজ: তিন ম্যাচ সিরিজের প্রথমটির পর ১-০তে এগিয়ে জিম্বাবুয়ে। ম্যান অব দা ম্যাচ: রায়ান বার্ল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *