Breaking News

আফ্রিদির জায়গায় পিসিবির প্রধান নির্বাচক হিসেবে আসলেন যিনি

পাকিস্তান ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিয়ে নাজাম শেঠী ব্যাপক রদবদল আনেন। দেশটির সাবেক তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদিকে দেওয়া হয়েছিল অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচকের দায়িত্ব।

কিছুদিন আগে প্রধান নির্বাচকের সেই দায়িত্ব থেকে সরে দাঁড়ান আফ্রিদি। আফ্রিদি সরে দাঁড়ানোয় পাকিস্তানের প্রধান নির্বাচকের দায়িত্ব দেওয়া হয়েছে দেশটির সাবেক ব্যাটার হারুন রশিদকে।

সোমবার (২৩ জানুয়ারি) এ তথ্য জানায় নাজাম শেঠী। প্রধান নির্বাচকের নাম ঘোষণা করলেও প্যানেলের বাকি সদস্যের নাম পরে জানানো হবে বলে জানান তিনি।

৬৯ বছর বয়সী রশিদ এর আগেও প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেছেন। ১৯৭৭ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত পাকিস্তানের জার্সিতে ২৩ টেস্ট ও ১২ ওয়ানডে খেলেন তিনি।

প্রধান নির্বাচক ছাড়াও পিসিবির ডিরেক্টর অব ক্রিকেট অপারেশন্স ও পাকিস্তান টিম ম্যানেজারের দায়িত্বও পালন করেন সাবেক এই ব্যাটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *