Breaking News

আজ ম্যাচে তাসকিনের সামনে নতুন এক মাইলফলকের হাতছানি

বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ৫০ উইকেট শিকারের দ্বারপ্রান্তে পেসার তাসকিন আহমেদ। এজন্য তার প্রয়োজন আর মাত্র দুই উইকেট। সংক্ষিপ্ত ভার্সনের ক্যারিয়ারে ৫২ ম্যাচে ৪৮ উইকেট নিয়ে

আজ শুক্রবার থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবেন তাসকিন। ইতোমধ্যে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে ৫০ উইকেট নেয়ার কীর্তি গড়েছেন

অধিনায়ক সাকিব আল হাসান ও কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। এখন অবধি ১১৫ ম্যাচে সাকিব ১৩৬টি ও মুস্তাফিজ ৮৩ টি-টোয়েন্টিতে ১০০ উইকেট শিকার করেছেন। সাকিব শুধু দেশেই নয়, ১৩৬ উইকেট নিয়ে আন্তর্জাতিক

টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ উইকেটের মালিকও বটে। ২০১৪ সালের এপ্রিলে মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয় তাসকিনের। ৫২ ম্যাচের ৫০ ইনিংসে ১৩৪৯টি ডেলিভারিতে তার শিকার ৪৮টি।

তাসকিনের বোলিং গড়- ২৮.১০। ক্যারিয়ারে দুই বার ইনিংসে ৪ উইকেট নিয়েছেন। এর মধ্যে গত মার্চে চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ১৬ রানে ৪ উইকেট তার ক্যারিয়ারসেরা বোলিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *