Breaking News

আগামী ২৩ মার্চ তিন তারকা জার্সি পরে মাঠে নামছে বিশ্বচ্যাম্পিয়ন ‘আর্জেন্টিনা’

আর্জেন্টিনা ফুটবল দল সর্বশেষ মাঠে নেমেছিল ২০২২ সালের ১৮ ডিসেম্বর। কাতারের লুসাইল স্টেডিয়ামের সে ম্যাচে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপ জেতে মেসি বাহিনী। বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার জার্সিতে

যোগ হয়েছে আরো একটি তারকা। তিন তারকা সংবলিত জার্সি পরে অবশ্য এখনো মাঠে নামা হয়নি মেসিদের। তবে সেই অপেক্ষার অবসান হচ্ছে। শিগগিরই তিন তারকা জার্সি পরে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা।

আগামী ২৩ মার্চ ঘরের মাটিতে পানামার মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। এ ছাড়া ২৮ মার্চ কুরাসাওয়ের বিপক্ষে আরেকটি ম্যাচ খেলবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচ দুটি খেলতে এরই মধ্যে আর্জেন্টিনায় পৌঁছেছেন মেসি-ডি মারিয়ারা।

স্কোয়াডে থাকা খেলোয়াড়রা একে একে যোগ দিচ্ছেন আর্জেন্টিনা শিবিরে। তবে বিশ্বকাপজয়ীদের মধ্যে পাপু গোমেজ মিস করবেন এই উৎসব। পাপুর ক্লাব সেভিয়া তাকে ছাড়ছে না। ইনজুরিতে থাকা পাপু স্পেনেই পুনর্বাসন প্রক্রিয়ায় থাকছেন।

একনজরে আর্জেন্টিনার স্কোয়াড গোলরক্ষক : এমিলিয়ানো মার্টিনেজ, জিরোনিমো রুলি ও ফ্রাঙ্কো আরমানি।

ডিফেন্ডার : নাহুয়েল মলিনা, গঞ্জালো মনটিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, জার্মান পেজেলা, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস অ্যাকুইনা, নিকোলাস তাগলিয়াফিকো, জুয়ান ফয়েথ ও লাউতারো ব্লাঙ্কো।

মিডফিল্ডার : রদ্রিগো ডি পল, লিয়েন্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার, গুইদো রদ্রিগেজ, আলেজান্দ্রো গোমেজ, এনজো ফার্নান্দেজ, অ্যাক্সিকুয়েল প্যালাসিয়াস, থিয়াগো আলমাদা, ম্যাক্সিমো প্যারোন, ফাকুন্দো বুনানোত্তে, জিওবানি লো সেলসো, এমিলিয়ানো বুয়েন্দিয়া ও ভ্যালেন্টিন কার্বোনি।

ফরোয়ার্ড : লিওনেল মেসি, আনহেল ডি মারিয়া, লাউতারো মার্টিনেজ, জুয়ান আলভারেজ, পাউলো দিবালা, আনহেল কোরেয়া, আলেসান্দ্রো গার্নাচো ও নিকোলাস গঞ্জালেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *