Breaking News

অবশেষে অভিমান ভেঙ্গে ওয়ানডে ক্রিকেটে ফিরছেন মাশরাফি বিন মর্তুজা !

অভিমান ভেঙ্গে দীর্ঘদিন পর মাঠে ফিরতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সর্বকালের সেরা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সর্বশেষে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলেছিলেন তিনি। এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এ ঢাকা দলের হয়ে খেলবেন তিনি। তবে সেটি টি-টোয়েন্টি।বিপিএলের আগেই ওয়ানডে ক্রিকেটে ফিরছেন মাশরাফি বিন মুর্তজা। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের নির্বাচক হাবিবুল বাশার। দীর্ঘদিন ধরে মাঠের বাইরে ছিলেন মাশরাফি। বিপিএলের আগে প্রস্তুতি হিসেবে বাংলাদেশ ক্রিকেট লিগের ওয়ানডে ফরম্যাটে দেখা যাবে মাশরাফি বিন মুর্তজাকে।

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চলমান লঙ্গার ভার্শন ফরম্যাটের পর মাঠে গড়াবে ওয়ানডে সংস্করণ। এই টুর্নামেন্টের যেকোনো একটি দলের হয়ে দেখা যেতে পারে মাশরাফি বিন মুর্তজাকে। যদি একাধিক দল মাশরাফি বিন মুর্তজাকে নিতে চায় তাহলে লটারির মাধ্যমে তার দল নিশ্চিত হবে।আর যদি সেটি না হয় তাহলে বিসিবির অধীনে থাকা দুই দলের বিসিবি উত্তরাঞ্চল ও বিসিবি দক্ষিণাঞ্চল একটিতে দেখা যাবে মাশরাফিকে।আজ দেশের টিভি চ্যানেল একাত্তর টিভিকে দেয়া সাক্ষাৎকারে বিসিবির নির্বাচক হাবিবুল বাশার বলেন বাংলাদেশ ক্রিকেট লিগে দেখা যাবে মাশরাফিকে।

তবে মাশরাফিকে জানিয়েছেন প্রথম ম্যাচে হয়তো দেখা যাবে না মাশরাফিকে। বিসিএলের দ্বিতীয় ম্যাচ থেকে দেখা যাবে মাশরাফিকে।আগামী ৯ জানুয়ারি থেকে সিলেটে শুরু হবে বিসিএলের ওয়ানডে সংস্করণ। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৫ জানুয়ারি। এরপর অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। যা শুরু হবে ২১ জানুয়ারি। বিপিএলে ঢাকা দলের হয়ে খেলবেন মাশরাফি। একই দলের হয়ে খেলবেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল এবং টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। এর আগে বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার ও ওয়ানডে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তোজার রাজনীতিতে আগমনকে অনেকেই যেমন স্বাগত জানিয়েছেন, অনেকেই আবার নেতিবাচক মন্তব্যও করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *