Breaking News

বোনাস পাবেন ক্রিকেটাররা, সাথে বাড়তি পুরস্কার, বিসিবি !

প্রথমবারের মত টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। যেকোনো ফরম্যাটে নিউজিল্যান্ডের মাটিতে এটাই টাইগারদের প্রথম জয়। দলের এমন জয় দেখে ক্রিকেট অঙ্গনে সকল বোর্ডের কর্মকর্তা সকালেই অনেক খুশি ।বে-ওভালে প্রথম টেস্টে কিউইদের ৮ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে টাইগাররা। ঐতিহাসিক জয়ের পর দলের ক্রিকেটার, কোচিং স্টাফদের বোনাস দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এমনটাই নিশ্চিত করেছে (বিসিবি)।বোনাসের সঙ্গে বাড়তি পুরস্কার দেওয়ার চিন্তা-ভাবনা করছে বিসিবি। বুধবার (৫ জানুয়ারি) মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।

তিনি বলেন, আমাদের মাননীয় সভাপতি সাহেব খেলোয়াড়, ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছেন। সবাই বোনাস চাচ্ছিল। তাদের জন্য বোনাস তো থাকবেই, উইনিং বোনাস পাবে তারা। তিনি আরও বলেন, ভালো খেললে স্বাভাবিকভাবেই তারা বোনাস পাবে। টেস্ট ম্যাচে বোনাস থাকবে।চবোনাসের সঙ্গে অতিরিক্ত কিছু থাকবে কিনা সেটা সিরিজ শেষে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগেও দারুণ সাফল্যের জন্য ক্রিকেটারদের পুরস্কৃত করেছে বিসিবি। দীর্ঘদিন এই প্রক্রিয়া বন্ধ থাকার পর আবারও দারুণ অর্জনের জন্য পুরস্কার বা বোনাস পাবেন ক্রিকেটাররা।নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জয়ে উইনিং শটটি এসেছিল মুশফিকুর রহিমব্যাট থেকে। যুগ যুগ মনে করিয়ে দেওয়া হবে এটা। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অমর হয়ে গেলেন মুশফিকুর রহিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *