Breaking News

প্রস্তুতি ম্যাচ তৃতীয় দিনে ৪৯ রানে পিছিয়ে বাংলাদেশ, ওপেনিংয়েও ব্যর্থ মুমিনুল: সংক্ষিপ্ত স্কোর

ওপেনিংয়ে নেমেও ব্যর্থ মুমিনুল, প্রথম ইনিংসে সিডব্লিউসি প্রেসিডেন্টস একাদশের চেয়ে ৪৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে অবশ্য ওপনিংয়ে নামেননি তামিম ইকবাল।

সংক্ষিপ্ত স্কোর (প্রস্তুতি ম্যাচ, তৃতীয় দিন)

বাংলাদেশ (প্রথম ইনিংস): ৩১০/৭ ডিক্লে (৯৭ ওভার) ( জয় ০, তামিম ১৬২*, শান্ত ৫৪, মুমিনুল ০, লিটন ৪, ইয়াসির ১১, মেহেদী ৭, মোসাদ্দেক ১৯, সোহান ৩৫; লুইস ২/৪৭)

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্টস একাদশ: ৩৫৯/৮ ডিক্লে (১০৮ ওভার) (চন্দরপল ৫৯, সোলজানো ৯২, কারিয়াহ ৫২, ম্যাকসুইন ৫২*; এবাদত ৩/৭৬, রাজা ১/৫০, খালেদ ১/৪৬, মুস্তাফিজ ৩/৩৪)

বাংলাদেশ (দ্বিতীয় ইনিংস): ৮/১ (৬.১ ওভার) (জয় ৩*, মুমিনুল ৪)

প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়ায় ব্যাটিংয়ে প্রস্তুতি সারতে ওপেনিংয়ে নেমেছিলেন মুমিনুল হক। তবে ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেননি বাঁহাতি এই ব্যাটার। ১৬ বলে ৪ রান করে রান আউট হয়েছেন মুমিনুল।

লিড নিয়ে ইনিংস ঘোষণা করল সিডব্লিউসি প্রেসিডেন্টস একাদশ এবাদত হোসেন ও ‍মুস্তাফিজুর রহমান তিনটি করে উইকেট নিলেও সিডব্লিউসি প্রেসিডেন্টস একাদশকে অল আউট করতে পারেনি বাংলাদেশ।

৮ উইকেটে ৩৫৯ রান নিয়ে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছে স্বাগতিকরা। তাতে প্রথম ইনিংসে ৪৯ রানের লিড পেয়েছে তারা।

অ্যান্টিগায় বল হাতে দুর্দান্ত মুস্তাফিজ লম্বা সময় ধরেই টেস্ট ক্রিকেটের বাইরে রয়েছেন মুস্তাফিজ। তবে ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে আবারও সাদা পোশাকের ক্রিকেট ফিরছেন বাঁহাতি এই পেসার।

সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে দারুণ বোলিং করেছেন মুস্তাফিজ। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্টস একাদশের বিপক্ষে ৫ ওভারে মাত্র ২৫ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি।

বাঁহাতি এই পেসার ফিরিয়েছেন কারিয়াহ, জেরোমি সোলজানো এবং লুইসকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *