Breaking News

টি-টোয়েন্টিতে ২২ ছক্কা হাঁকিয়ে ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন উইন্ডিজের এই ক্রিকেটার

টি-টোয়েন্টিতে ২২ ছক্কা হাঁকিয়ে ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন উইন্ডিজের  ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলে রাকিম কর্নওয়ালের পরিচয় একজন স্পিনার হিসেবে। ৬ ফুট ৫ ইঞ্চি উচ্চতার ক্রিকেটারকে আলাদা করেই চেনা যায়।

কখনো ব্যাট হাতে ব্যাটিং করার সুযোগ পান আবার কখনো পাননা। তাইতো নিজেকে ব্যাটার হিসেবে প্রমাণ করার সুযোগ থাকে কম। তবে ক্যারিবিয়ানদের ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেট লিগ সিপিএলে বারবাডোজ রয়্যালসের হয়ে ব্যাট হাতে ইনিংসের ওপেন করতে দেখা যায় বড়সহ দেহের অধিকারী এই ক্রিকেটারকে।

উইন্ডিজ ক্রিকেটার কর্নওয়াল একবার নিজেকে ৩৬০ ডিগ্রি ব্যাটসম্যান হিসেবেও দাবি করেছিলেন। গতকাল বুধবার নিজের করা সেই মন্তব্যের প্রমাণ ব্যাট হাতে দিলেন ২২ ছক্কা হাঁকিয়ে।

যুক্তরাষ্ট্রের ক্রিকেট লিগ আটালান্টা ওপেনে বিশ্বের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে সব ধরণের টি-টোয়েন্টি ক্রিকেট মিলিয়ে ডাবল সেঞ্চুরি করেছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার কর্নওয়াল।

গতকাল নিজের দল আটালান্টা ফায়ারকে জেতাতে ৭৭ বলে তিনি করেছেন অপরাজিত ২০৫ রান। এদিন কর্নওয়াল ছক্কা হাঁকিয়েছেন ২২টি, চার মেরেছেন ১৭টি।

বড় দেহের এই ব্যাটার ব্যাট করেছেন ২৬৬ স্ট্রাইক রেটে। এর আগে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে একমাত্র ডাবল সেঞ্চুরির মালিক ছিলেন ভারতের সুবোধ ভাটি।

চলতি বছরে দিল্লির একটি ক্লাব ক্রিকেট টুর্নামেন্টে সুবোধ ৭৯ বলে করেন অপরাজিত ২০৫ রান। ১৭টি ছক্কার পাশাপাশি ১৭ টি চার মারেন সুবোধ। সুবোধের স্ট্রাইক রেট ছিল ২৫৯.৪৯।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *