Breaking News

২ পর্বের বিপিএলে এখনো পর্যন্ত রানে শীর্ষে সাকিব, বল হাতে ওয়াহাব

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর হচ্ছে চারটি পর্বে। প্রথমে ঢাকা পর্ব, এরপর চট্টগ্রাম ও সিলেট পর্ব। চতুর্থ ও শেষ পর্ব ফের ঢাকায়। শুক্রবার শেষ হয়েছে চট্টগ্রাম পর্ব।

দুই পর্ব শেষে রান সংগ্রাহকদের তালিকায় শীর্ষে রয়েছেন সাকিব আল হাসান, আর উইকেট তালিকার শীর্ষে ওয়াহাব রিয়াজ। ৬ ম্যাচে ৫ ইনিংসে ২৭৫ রান করে রান সংগ্রাহকদের তালিকায় শীর্ষে রয়েছেন সাকিব আল হাসান।

ফরচুন বরিশাল অধিনায়কের স্ট্রাইকরেট দুইশ’র কাছাকাছি।সাকিবের চেয়ে কেবল ৬ রানে পিছিয়ে আছে ঢাকার অধিানয়ক নাসির হোসেন। ৬ ম্যাচে তার রান ২৬৯। তিনে বরিশালের পাকিস্তানি ব্যাটার ইফতিখার আহমেদ।

৬ ম্যাচে তাঁর সংগ্রহ ২৫৬। ২০৮ রান নিয়ে চারে চট্টগামের পাকিস্তানি ব্যাটার উসমান খান। এছাড়া তৌহিদ হৃদয় পাঁচে (১৯৫) ও নাজমুল হোসেন শান্ত রয়েছেন (১৯২) ছয়ে।

উইকেটশিকারিদের শীর্ষে আছেন খুলনা টাইগার্সের পেসার ওয়াহাব রিয়াজ। ৫ ম্যাচে ১১ উইকেট শিকার করেছেন এই পাকিস্তানি। ১ ম্যাচ বেশি খেলা মাশরাফি বিন মুর্তজার ৯ উইকেট, আছেন দ্বিতীয় স্থানে।

৮ উইকেট পেয়ে তিনে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্পিনার তানভীর ইসলাম। এছাড়া ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, হাসান মাহমুদের শিকার ৭টি করে উইকেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *