Breaking News

সৌদি ক্লাবের অবিশ্বাস্য প্রস্তাব ফিরিয়ে দিলেন ‘এমবাপে’

প্যারিস সেইন্ট জার্মেইনে আর থাকছেন না কিলিয়ান এমবাপে। এমন বার্তা ছড়াবার পর থেকে অনেক ক্লাবই আগ্রহ দেখিয়েছে এই ফ্রেঞ্চ তারকার জন্য। ২৪ বছরের এই তরুণকে নিজেদের দলে ভেড়াতে বড় অঙ্কের অর্থ নিয়ে হাজির হয়েছে

বিশ্বের নামী সব ক্লাব। অবশ্য এসবের মধ্যে সবচেয়ে বড় প্রস্তাব দিয়েছে সৌদি ক্লাব আল-হিলাল। বিশ্বকাপ জেতা এই তারকাকে নিজেদের করে নিতে ১ বিলিয়ন ইউরোর বড় প্রস্তাব নিয়ে হাজির হয়েছে তারা।

এই চুক্তি অনুযায়ী, ট্রান্সফার ফি বাবদ পিএসজিকে দেয়া হবে ৩০০ মিলিয়ন ইউরো। আর ৭০০ মিলিয়ন পাবেন এমবাপে নিজে।আল-হিলালের অবিশ্বাস্য এই প্রস্তাব প্রায় সঙ্গে সঙ্গেই মেনে নিয়েছে পিএসজি।

এমনকি এমবাপের সাথে আলোচনা করার জন্যেও সবুজ সঙ্কেত দিয়ে রেখেছে তারা। কিন্তু, এমবাপে নিজে এমন লোভনীয় প্রস্তাবে সাড়া দিতে নারাজ। ফুটবলবিষয়ক ওয়েবসাইট গোল ডটকম জানিয়েছে, সৌদি ক্লাবকে ফিরিয়ে দিচ্ছেন এমবাপে।

মাত্র ১ বছরের চুক্তি হলেও সৌদি প্রো লিগে খেলতে চাইছেন না তিনি। তার মূল লক্ষ্য, আরও এক মৌসুম শেষে ফ্রি ট্রান্সফারে রিয়াল মাদ্রিদে যোগ দেয়া। এজন্য নাকি স্পেনের ক্লাবটির সাথে মৌখিক কথাও বলে ফেলেছেন তিনি।

এদিকে, পিএসজি কর্তৃপক্ষ আগেই জানিয়েছে, দল না ছাড়লে আগামী মৌসুম পুরোপুরি বেঞ্চে বসেই পার করতে হবে এমবাপেকে। কিন্তু এই শর্ত মেনে বেঞ্চে বসে থাকতেও আপত্তি নেই তার।

এমবাপে রাজি না হলেও আল-হিলালের এমন অবিশ্বাস্য প্রস্তাব নিয়ে মজা করতে ভুলেননি লেব্রন জেমস ও জিয়ান্নিস আন্তেতোকুন্মপো। এই দুই বাস্কেটবল তারকাই জানালেন, এমবাপে না গেলেও আল হিলালে যেতে চান তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ফরেস্ট গাম্প চলচ্চিত্রে দৌড়ানোর একটি ভিডিও পোস্ট করে লেব্রন জেমস লেখেন, ‘রিচ পল ও মাভেরিক কার্টারকে ফোন করা মাত্রই আমি এক বছরের চুক্তিতে এভাবেই দৌড়ে সৌদি চলে যাব।

’ রিচ পল হলেন জেমসের এজেন্ট আর মাভেরিক কার্টার তাঁর বাণিজ্যিক অংশীদার। অন্যদিকে আরেক বাস্কেটবল তারকা আন্তেতোকুন্মপো লিখেছেন, আল-হিলাল চাইলে আমাকে নিতে পারো। আমি দেখতে এমবাপের মতোই।

গ্রিক এই বাস্কেটবল তারকার টুইটকে আবার রিটুইট করেছেন এমবাপে। একগুচ্ছ হাসির ইমোজি দিয়ে যেন ফ্রেঞ্চ স্ট্রাইকার জানালেন, সৌদি ক্লাবের বিশাল অঙ্কের প্রস্তাব ফিরিয়ে দিচ্ছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *