Breaking News

সেমিফাইনালে শতরানের জুটিতে বিশ্বরেকর্ড গড়লেন ‘বাবর-রিজওয়ান’

ফের বল হাতে আলো ছড়ালেন চোট কাটিয়ে শাহিন শাহ আফ্রিদি । ব্যাটিংয়ে জয়ের পথ সহজ করে দিলেন রান খরায় ভুগতে থাকা অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান।

নিউজিল্যান্ডকে অনায়াসে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে তৃতীয়বার ফাইনালে উঠল পাকিস্তান। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বুধবার (০৯ নভেম্বর) প্রথম সেমিফাইনালে পাকিস্তানের জয় ৭ উইকেটে।

আগে ব্যাট করে ৪ উইকেটে ১৫২ রান করেছিল নিউজিল্যান্ড। জবাবে বাবর ও রিজওয়ানের ফিফটিতে ৫ বল বাকি থাকতেই কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে যায় পাকিস্তান।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে ১০৫ রানের এই জুটি গড়ার পথে অনেকগুলো রেকর্ড গড়েছে বাবর-রিজওয়ান জুটি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাকিস্তানের হয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে যেকোনো উইকেট জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড এখন এই জুটির দখলে।

১০৫ রানের এমন বিশাল জুটি আগে করেনি কেউ। এছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসের পাতায়ও নতুন নতুন রেকর্ড সংযোজন করেছে বাবর-রিজওয়ান জুটি। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যেকোনো উইকেট জুটিতে কোনো দলের সর্বোচ্চ রানের রেকর্ড এটিই।

একমাত্র ওপেনিং জুটি হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ৩টি সেঞ্চুরি জুটি গড়েছেন বাবর-রিজওয়ান। আর কেউ গড়তে পারেননি এই রেকর্ড।

এছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সেমিফাইনাল অথবা ফাইনাল ম্যাচে প্রথমবারের মত সেঞ্চুরি ওপেনিং জুটির দেখা পেল ক্রিকেট বিশ্ব। এমন ঘটনা আগে কখনও দেখেনি কেউ। অবশেষে দেখালেন বাবর-রিজওয়ান।

দিনদিন যেন নিজেদের ওপেনিং জুটিকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন বাবর-রিজওয়ান। দেশকে বিশ্বকাপ জয়ের দ্বারপ্রান্তেও নিয়ে গেছেন তারা।

এবার ফাইনাল ম্যাচটা জিতে নিতে পারলেই টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তুলতে পারবে পাকিস্তান। ১৩ নভেম্বরের ফাইনালের অপেক্ষায় তাই বসে আছে গোটা জাতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *