Breaking News

সেই ফারুকি সেই নাসিম, শেষ ওভারে যেন একই চিত্রনাট্যের পুনরাবৃত্তি

শারজায় ২০২২ এশিয়া কাপের সেই ম্যাচটার কথা মনে আছে? শেষ ওভারে পাকিস্তানের দরকার ১১, হাতে কেবল ১ উইকেট। আফগানিস্তানের পেস আক্রমণের সেরা অস্ত্র ফজলহক ফারুকি বোলিংয়ে আসলেন।

লোয়ার অর্ডারের নাসিম শাহ টানা দুই বলে দুই ছক্কা হাঁকিয়ে পাকিস্তানকে এনে দিলেন রুদ্ধশ্বাস এক জয়। এবারও শেষ ওভারে দরকার ১১, হাতে ১ উইকেট। নাসিম শাহর সামনে শেষ ওভারে সেই ফজলহক ফারুকি।

এবারও নাসিম দলকে জেতালেন। শেষ ওভারে হাঁকালেন দুই বাউন্ডারি। তারপর ব্যাট ফেলে সেই একইরকম দৌড়। একই চিত্রনাট্যের যেন পুনরাবৃত্তি ঘটলো। কেবল ফরম্যাটটা ভিন্ন। এশিয়া কাপের ম্যাচটি ছিল টি-টোয়েন্টি ফরম্যাট,

এবার ওয়ানডে। নাসিম দুইবারই দেখালেন লোয়ার অর্ডারে তিনি অসাধ্য সাধন করতে উস্তাদ। বৃহস্পতিবার রাতে হাম্বানটোটায় পাকিস্তানের বিপক্ষে নিজেদের সর্বোচ্চ দলগত ইনিংস (৩০০/৫) গড়েও জিততে পারলো না আফগানিস্তান।

শেষ ওভারের থ্রিলারে হার মানলো তারা। শাদাব খানকে নন-স্ট্রাইকার প্রান্তে মানকাডিং রানআউট করেও শেষ ওভারে ম্যাচ জেতাতে পারলেন না ফজলহক ফারুকি। ফের নাসিম শাহর কাছে মার খেয়ে আফগানিস্তানকে ম্যাচ হারালেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *