Breaking News

শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সেরা দলটাই খেলবে: ডোনাল্ড

ত্রিদেশীয় সিরিজে ইতোমধ্যে ফাইনাল ম্যাচের দর্শক বনে গিয়েছে বাংলাদেশ দল। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে হারের ফলে ফাইনালের খেলার দৌড় থেকে ছিটকে গেছে সাকিব আল হাসানের দল।

আনুষ্ঠানিকতার ম্যাচে আগামীকাল সকালে নিজেদের শেষ খেলায় পাকিস্তানের বিপক্ষে লড়বে টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে আজ বুধবার টাইগারদের পেস বোলিং কোচ অ্যালেন ডোনাল্ড জানিয়েছেন,

এ ম্যাচে সেরা বোলিং লাইনআপ নিয়েই খেলবে বাংলাদেশ। বোলারদের পারফরম্যান্সে তিনি খুশি বলেও জানিয়েছেন সাবেক আফ্রিকান তারকা।

এ নিয়ে ডোনাল্ড বলেন, ‘শুরুতে বিভিন্ন কম্বিনেশনের দিকে তাকানোর পর নতুন বলের কথা ভাবতে পারবো। সাইফউদ্দিন, শরীফুল, এবং ইবাদত তিনজনই নতুন বলে বেশ ভালো করছে।

কাল হয়তো আমরা সেরা বোলিং লাইনআপ নিয়ে খেলব। টাইগারদের তারকা পেসার মোস্তাফিজুর রহমান আজকের ম্যাচেও ছিলেন সাইডবেঞ্চে, আরেক পেসার হাসান মাহমুদ ভুগছেন জ্বরে।

তবে সেসবকে পাত্তা না দিয়ে বোলিংয়ে আরো ভালো করার প্রত্যয় ব্যক্ত করেছেন ডোনাল্ড। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মোস্তাফিজ বেঞ্চে বসে ছিল, হাসানের জ্বর ছিল।

তবে আমি দলকে নিয়ে খুবই খুশি। শুধু শেষ কয়েক ওভারে আমরা আরও ভালো করতে পারতাম।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *