Breaking News

রোহিত শর্মাকে অধিনায়ক করে টি-টোয়েন্টি এশিয়া কাপের শক্তিশালী দল ঘোষণা করলো ভারত

রোহিত শর্মাকে অধিনায়ক করে টি-টোয়েন্টি এশিয়া কাপের শক্তিশালী দল ঘোষণা করলো ভারত। এশিয়া কাপের আর বাকি মাত্র ১৯ দিন। দলগুলো সেরে নিচ্ছে শেষ সময়ের প্রস্তুতি। ঠিক এমনই এক সময়ে বিশাল এক ধাক্কা খেল ভারত।

পিঠের চোট নিয়ে যশপ্রীত বুমরাহ ছিটকে গেলেন এশিয়া কাপ থেকে। এশিয়া কাপ যেমন দুয়ারে কড়া নাড়ছে, বিশ্বকাপেরও খুব বেশি দিন বাকি নেই আর। সে কারণে ধারণা করা হচ্ছে, এশিয়ার দলগুলো, এশিয়া কাপ আর বিশ্বকাপের দলে ফারাক থাকবে না তেমন।

তবে ভারতকে সেই ভাবনা থেকে সরে আসতে বাধ্য করছে বুমরাহর এই চোট। এশিয়া কাপের দল ঘোষণা করেছে ভারতের ক্রিকেট বোর্ড। দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটার বিরাট কোহলি।

সাম্প্রতিক বেশ কিছু সিরিজে বিশ্রাম নিয়েছিলেন তিনি। সোমবার ১৫ জনের যে দল বেছে নিয়েছেন নির্বাচকরা, তাতে চমকও রয়েছে। নেওয়া হয়েছে অর্শদীপ সিংহ, রবি বিষ্ণোইয়ের মতো তরুণ ক্রিকেটারকে। অভিজ্ঞ রবিচন্দ্রন অশ্বিনও সুযোগ পেয়েছেন।

চোটের কারণে দল থেকে ছিটকে গেছে অভিজ্ঞ পেসার যশপ্রীত বুমরাহ। রোহিতের সাথে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন লোকেশ রাহুল। ঋষভ পন্ত আর দীনেশ কার্তিক যে কেউ সামলাবেন উইকেট রক্ষকের দায়িত্ব।

টপ অর্ডারে সূর্যকুমার যাদব, দীপক হুদারা থাকছেন যথারীতি। ফিনিশিংয়ে আছে রবীন্দ্র জাদেজা।

ভারতের স্কোয়াড, রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুদা, ঋষভ পন্ত, দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্র অশ্বিন, যুবেন্দ্র চাহাল, অর্শদীপ সিংহ, ভুবেনশ্বর কুমার, রবি বিষ্ণোইআভেশ খান। এছাড়াও রিজার্ভ বেঞ্চিতে আছেন, শ্রেয়াস আইয়ার, আক্সার প্যাটেল, দীপক চাহার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *