Breaking News

আজ একই সময়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ তারকাদের দুই টি-টোয়েন্টি খেলা!

একই সময়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ তারকাদের দুই টি-টোয়েন্টি খেলা! ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) ক্রিকেটে অংশ নেওয়ায় বাংলাদেশ জাতীয় দলের আরব আমিরাত সফরে নেই টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।

তাকে ছাড়াই আমিরাতে বিশ্বকাপ প্রস্তুতির বিশেষ ক্যাম্প ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ দল। তবে আজ (মঙ্গলবার) রাতে বাংলাদেশ দলের মতো একই সময়ে মাঠে নামবেন সাকিব আল হাসান।

অবশ্য ভিন্ন আরেক মাঠে। বাংলাদেশ দল থেকে যোজন যোজন দূরে সিপিএলের কোয়ালিফায়ার খেলতে নামবেন সাকিব। অন্যদিকে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে নামবে নুরুল হাসান সোহানের দল।

রোববার আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ৭ রানে জিতেছিল বাংলাদেশ। শেষমেশ জয় পেলেও ব্যাটিংয়ে টপঅর্ডারের ব্যর্থতা কিংবা পেসারদের ছন্নছাড়া বোলিং থেকে মুক্তি পায়নি টাইগাররা।

আরেকটু এদিক-সেদিক হলে ম্যাচটি হেরেও যেতে পারতো বাংলাদেশ। অবশ্য চাপের মুখে ম্যাচ বের করে আনার মধ্যে ইতিবাচকতা খুঁজে নিচ্ছে বাংলাদেশ।

শেষ পর্যন্ত জয় পাওয়ায় দলের পরিবেশ এখন বেশ ভালো বলে জানিয়েছেন মেহেদি হাসান মিরাজ। আজ বাংলাদেশ সময় রাত ৮টায় আমিরাত সফরে শেষ ম্যাচ খেলবে টাইগাররা।

একইসময় প্রভিডেন্স স্টেডিয়ামে বার্বাডোজ রয়্যালসের বিপক্ষে সিপিএলের কোয়ালিফায়ার ম্যাচ খেলতে নামবে সাকিবের দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। টানা চার জয়ে প্লে-অফের টিকিট নিশ্চিত করেছে গায়ানা।

এর মধ্যে শেষ দুই ম্যাচে আবার ম্যান অব দ্য ম্যাচ ছিলেন সাকিব আল হাসান। সিপিএলে যোগ দিয়ে সাকিব প্রথম দুই ম্যাচে তিন উইকেট নিলেও ব্যাট হাতে দুই ম্যাচে আউট হন প্রথম বলে।

তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়ান তিনি। ব্যাটিংয়ে ২৫ বলে ৩৫ রান, বোলিংয়ে ২০ রানে ৩ উইকেট ও ফিল্ডিংয়ে একটি রানআউট করে পরিপূর্ণ অলরাউন্ড নৈপুণ্য দেখান তিনি।

সেই ধারা বজায় রেখে বার্বাডোজের বিপক্ষে প্রথম রাউন্ডের শেষ ম্যাচে বল হাতে নেন ১২ রানে ১ উইকেট। পরে রান তাড়া করতে নেমে মাত্র ৩০ বলে ৫৩ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে সহজ

জয়ে এনে দিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতে নেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার। আজ সেই একই প্রতিপক্ষের বিরুদ্ধে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ জিতলে ফাইনালে উঠে যাবে সাকিবের গায়ানা।

হারলেও থাকছে দ্বিতীয় সুযোগ। সেক্ষেত্রে জ্যামাইকা তালাওয়াজ ও সেইন্ট লুসিয়া কিংসের মধ্যকার এলিমিনেটের ম্যাচের জয়ী দলের বিপক্ষে খেলতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *