Breaking News

বিশ্বকাপে নজর কাড়া পারফর্ম করে দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেলেন মরক্কোর ফুটবলাররা

তারা বিশ্বচ্যাম্পিয়ন হতে পারেননি, হননি রানারআপও। তবে মরক্কোর ফুটবলাররা এবার যা করে দেখিয়েছেন, সেটি তাদের দেশের জন্য বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার চেয়ে কোনো অংশে কম নয়।

এবারই নিজেদের বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠে মরক্কো। সেখানেই থামেনি স্বপ্নযাত্রা। অ্যাটলাস লায়ন্সরা প্রথম আফ্রিকান দেশ হিসেবে নাম লেখায় সেমিফাইনালেও।

দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেলেন মরক্কোর ফুটবলাররা সদ্য সমাপ্ত বিশ্বকাপের গ্রুপপর্বে সেই সময় র্যাংকিংয়ে দ্বিতীয়তে থাকা দল বেলজিয়ামকে হারায় মরক্কো। শেষ ষোলোতে টাইব্রেকারে হারায় সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে।

কোয়ার্টার ফাইনালে মরক্কোর শিকার ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। সেমিতেও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকে নাড়িয়ে দিয়েছিল দলটি। যদিও শেষ পর্যন্ত হারাতে পারেনি।

এরপর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ক্রোয়েশিয়ার সঙ্গে লড়াই করে চতুর্থ হয় অ্যাটলাস লায়ন্সরা। এটিই বিশ্বকাপে তাদের ইতিহাসসেরা সাফল্য। দেশে ফিরে তাই রাজকীয় সংবর্ধনা পেলেন মরক্কোর ফুটবলাররা।

দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেলেন মরক্কোর ফুটবলাররা মঙ্গলবার বিমান থেকে নেমে রাজধানী রাবাতে ছাদখোলা বাস পান আশরাফ হাকিমিরা। আতশবাজি, ব্যানার-ফেস্টুন নিয়ে সেখানে আগেই উপস্থিত ছিলেন সমর্থকরা।

তারা উষ্ণ সংবর্ধনায় সিক্ত করেন প্রিয় ফুটবলারদের। উৎসবের রং ছড়িয়ে পড়ে পুরো শহর জুড়ে। লাল বাস আর লাল জনসমুদ্রে সৃষ্টি হয় মনে রাখার মতো এক পরিবেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *