Breaking News

বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে বিকেলে আমিরাতে উদ্দেশ্যে ঢাকা ছাড়ছে লিটনরা

অস্ট্রেলিয়ার মাটিতে বসতে যাওয়া আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের আরও প্রস্তুত করতে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছে বাংলাদেশ দল।

আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটায় মিনিটের ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশে দেশ ছাড়বে টাইগাররা। এর আগে দুপুর আড়াইটার দিকে বাংলাদেশ দলের টিম বাসে চড়ে কয়েকজন ক্রিকেটার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন।

দলের আট ক্রিকেটার টিম বাসে করে বিমানবন্দরে এসেছেন। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান না থাকায় দলের অধিনায়কের দায়িত্ব সামলাবেন নুরুল হাসান সোহান।

যদিও টাইগারদের টিম বাসে এই অধিনায়ক ছিলেন না। লিটন দাস, ইয়াসির রাব্বি, এবাদত হোসেন, নাসুম আহমেদ, শরিফুল ইসলামদের দেখা গিয়েছে।

স্ট্যান্ডবাই ক্রিকেটারসহ সর্বমোট ১৯ ক্রিকেটারের নাম রয়েছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে। অবশ্য দুবাই সফরের বিমানে উঠবেন ১৭ ক্রিকেটার।

অধিনায়ক সাকিব আল হাসান বর্তমানে অবস্থান করছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে, জানা গেছে তিনি দলের সঙ্গে ৩ তারিখ নিউজিল্যান্ডে যোগ দেবেন।

অলরাউন্ডার শেখ মেহেদী হাসান ব্যক্তিগত কারণে দুবাই সফরের দলে নেই। দুবাই পৌঁছে আগামী ২৫ অক্টোবরে প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৭ অক্টোবর। ম্যাচ দুইটি অনুষ্ঠিত হবে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। এরপর ২৮ তারিখ বাংলাদেশ দল ফিরে আসবে ঢাকায়।

বাংলাদেশ স্কোয়াড: নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন দাস, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, ইয়াসির আলী রাব্বি, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, সৌম্য সরকার ও রিশাদ হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *