Breaking News

বিরাটকে পেছনে ফেলে সামনে বাবর, দখলে নেবেন সর্বকালের সেরা রেকর্ড!

বিরাট কহলিকে পেছনে ফেলে সামনে বাবর, দখলে নেবেন সর্বকালের সেরা রেকর্ড। ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলিকে পেছনে ফেলার দারুণ সুবর্ণ সুযোগ পাচ্ছেন বাবর আজম। চার ইনিংস কম খেলেই সেই রেকর্ডটি গড়ে ফেলবেন পারেন পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক।

আজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই কোহলিকে পেছনে ফেলতে পারেন তিনি। মুলতানে প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হচ্ছে পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ। বাবর আজমের প্রয়োজন মাত্র ৯৮ রানের। এই ইনিংসটা খেলতে পারলেই বিরাট কোহলির রেকর্ড ভেঙে দেবেন পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম।

অধিনায়ক হিসেবে দ্রুততম ১,০০০ রানের রেকর্ড গড়বেন তিনি। এখনও পর্যন্ত অধিনায়ক হিসেবে সবচেয়ে দ্রুত ১,০০০ রানের গণ্ডি পেরিয়েছেন বিরাট কোহলি। মাত্র ১৭ ইনিংসে সেই মাইলফলক পার হয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।

তবে সে রেকর্ড হাতছাড়া হতে পারে বিরাটের। কারণ আপাতত অধিনায়কের ব্যাটন পাওয়ার পর ১২ ইনিংসে এরইমধ্যে ৯০২ রান করেছেন বাবর। বিরাটের রেকর্ড ভেঙে দিতে বাবরের প্রয়োজন মাত্র ৯৮ রান।

আজই হয়তো পাকিস্তানের ক্রিকেট দলের অধিনায়ক এই রেকর্ড ভেঙে দিতে পারেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের ওয়ানডে সিরিজের বাকি দুটি ম্যাচও হবে মুলতানে – আগামী শুক্রবার (১০ জুন) এবং রোববার (১২ জুন)।

একদিনের ক্রিকেটে বিরাট কোহলির রেকর্ড:

সব মিলিযে এখনও পর্যন্ত ২৬০টি ম্যাচে (২৫১ ইনিংসে) ১২ হাজার ৩১১ রান করেছেন বিরাট। সর্বোচ্চ ১৮৩ রান। স্ট্রাইক রেট ৯২.৯২। শতরান হাঁকিয়েছেন ৪৩ টি। অর্ধশতরান করেছেন ৬৪টি।

একদিনের ক্রিকেটে বাবর আজমের রেকর্ড

৮৬টি একদিনের ম্যাচে (৮৪ ইনিংস) ৪,২৬১ রান করেছেন বাবর। সর্বোচ্চ করেছেন ১৫৮ রান। ১৬টি সেঞ্চুরি করেছেন। অর্ধশত রান করেছেন ১৮টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *