Breaking News

বাড়িতে গিয়ে ভ্যানচালক বাবাকে মোটরভ্যান কিনে দিবেন সাফ চ্যাম্পিয়ন ‘মাছুরা’

বাড়িতে গিয়ে ভ্যানচালক বাবাকে মোটরভ্যান কিনে দিবেন সাফজয়ী নারী ফুটবল দলের সদস্য মাছুরা পারভীন। মাছুরার বাবা রজব আলী জানিয়েছেন এমন তথ্য। মাছুরা পারভীন সাতক্ষীরার বিনেরপোতা এলাকার বাসিন্দা।

তিন বোনের মধ্যে মাছুরা বড়। সরকারের দেয়া আট শতক জমির উপর একটি ঘর করে আট মাস ধরে এখানে বসবাস করছেন তারা। তার বাবা রজব আলী একজন ভ্যানচালক। ভ্যানটিও এখন ভেঙে গেছে।

রজব আলী জানান, মাছুরা বাড়িতে এসে মোটরভ্যান কিনে দিবে বলেছে। পায়ের ভ্যান চালাতে খুব কষ্ট হয়। মোটরভ্যানটি পেলে কষ্ট দূর হবে। জয়ের প্রতিক্রিয়ায় ভিডিও কলে মাছুরা পারভীন বলেন, এই জয়ে আমরা খুবই আনন্দিত।

এই জয় একা আমার বা আমাদের জয় নয়, এ জয় পুরো বাংলাদেশের। সামাজিক বাঁধা পেরিয়ে খেলাধুলা করা আর এখন দক্ষিণ এশিয়া জয় করলেন মাছুরা।

সমাজের অন্য মেয়েদের উদ্দেশে কিছু বলার আছে কিনা এমন প্রশ্নে দীর্ঘশ্বাস ছাড়েন মাছুরা। তিনি বলেন, আগে অনেক মেয়েরা খেলাধুলা জানতো না। আমরা যে জয় পেয়েছি সেটি পুরো বাংলাদেশ দেখেছে।

মেয়েরাও দেখেছে। এখন আমাদের বলা লাগবে না। এখন তারা নিজেরাই আসবে। খেলাধুলা লেখাপড়া একসাথে থাকা ভালো দিক।মাছুরা বলেন,

আজ যদি আমি খেলাধুলা না করতাম, তবে কোথায় থাকতাম আমি নিজেও জানি না। এই পর্যন্ত আসা সম্ভব ছিল না। আমি বলবো আমার মতো যারা আছে, তারা যেন খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *