Breaking News

ব্যাটিং ব্যর্থতায় ডুবল ভারত, সিরিজের প্রথম টি-টোয়েন্টি জয় নিউজিল্যান্ডের

ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডকে  হোয়াইটওয়াশ করে টি-টোয়েন্টি সিরিজে খেলতে এসেছিল ভারত। কিউয়িদের বিরুদ্ধে তরুণ ব্রিগেডকে নিয়ে মাঠে নেমেছিলেন হার্দিক পান্ডিয়া। তবে সিরিজের প্রথম ম্যাচে হারল ভারত।

কিউয়িদের বিপক্ষের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারলেন না ভারতীয় ব্যাটাররা। অধিনায়ক মিচেল স্যান্টনারের ঘূর্ণির জালে আটকে পড়লেন শুভমন গিলরা। সূর্যকুমার যাদব, ওয়াশিংটন সুন্দরের  লড়াই সত্বেও ১৫৫ রানেই থেমে গেল ভারত।

সিরিজের প্রথম ম্যাচ ২১ রানে জিতে নিল নিউজিল্যান্ড। ম্যাচের আগের দিন ভারতীয় শিবিরে পেপটক দিয়েছিলেন ক্যাপটেন কুল। শুক্রবার রাঁচিতে নিজের নামাঙ্কিত প্যাভিলিয়নেও হাজির ছিলেন ধোনি। কিন্তু তাঁর সামনেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ভারতের ব্যাটিং লাইন আপ।

টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের ভবিষ্যৎ অধিনায়ক হার্দিক পান্ডিয়াও  চাপের মুখে মাথা ঠাণ্ডা রাখতে পারলেন না। আগ্রাসী শট খেলতে গিয়ে উইকেট খোয়ালেন। প্রশ্ন রইল অধিনায়ক হার্দিকের ভূমিকা নিয়েও।

স্পিনার সহায়ক উইকেটেও যুজবেন্দ্র চাহালকে ছাড়াই দল সাজালেন। পুরো ম্যাচে মাত্র এক ওভার বল করালেন উমরান মালিককে। শুক্রবার রাঁচির মাঠে টস জেতেন হার্দিক। প্রথম উইকেটে ৪৩ রান করে দলের ইনিংসের মজবুত ভিত গড়ে দেন দুই কিউয়ি ওপেনার।

একই ওভারে দুই উইকেট তুলে নেন ওয়াশিংটন সুন্দর। তবে ধাক্কা সামলে ঘুরে দাঁড়ায় নিউজিল্যান্ড। হাফ সেঞ্চুরি করেন ডেভন কনওয়ে। ডেথ ওভারে ঝড় তুলে দেন ড্যারেল মিচেল। অর্শদীপ সিংয়ের শেষ ওভারে ২৭ রান তোলেন তিনি।

মাত্র ৩০ বলে অপরাজিত ৫৯ রানের ইনিংস খেলে ১৭৬ রানের লড়াকু স্কোরে পৌঁছে দেন নিউজিল্যান্ডকে। প্রথম ইনিংসের শেষে পরিসংখ্যান অনুযায়ী, ১০ ওভারে ১১৯ রান দিয়েছে পেসাররা।

অন্যদিকে সমসংখ্যক ওভারে স্পিনাররা দিয়েছেন মাত্র ৫৬ রান। ওয়ানডে সিরিজে দুরন্ত ফর্মে থাকা শুভমন গিলই সবচেয়ে বড় ভরসা ছিলেন অধিনায়ক হার্দিকের। সেই সঙ্গে আশা ছিল, শিশির ভেজা মাঠে বল করতে সমস্যায় পড়বেন বিপক্ষ স্পিনাররা।

তবে শুক্রবারের ম্যাচে হার্দিকের কোনও অনুমানই সঠিক হল না। দ্বিতীয় ওভারেই আউট হলেন ওপেনার ইশান কিষাণ। পরপর রাহুল ত্রিপাঠী আর গিলও প্যাভিলিয়নে ফেরত গেলেন।

অধিনায়কের সঙ্গে জুটি বেঁধে পালটা লড়াই শুরু করেন সূর্যকুমার যাদব। ৪৭ রানের ইনিংস খেললেও গুরুত্বপূর্ণ সময়ে উইকেট হারালেন। মাত্র ছয় বলের ব্যবধানে পরাস্ত হলেন হার্দিকও।

ভারতের ম্যাচ জয়ের আশা ওখানেই শেষ। ছয় নম্বরে নেমে একটা মরিয়া চেষ্টা করেছিলেন ওয়াশিংটন সুন্দর। তবে জলেই গেল তাঁর ক্যামিও।
সংক্ষিপ্ত ফলাফল: নিউজিল্যান্ড: ১৭৬/৬ (মিচেল ৫৯*, কনওয়ে ৫২, সুন্দর ২/২২)
ভারত: ১৫৫/৯ (সূর্যকুমার ৪৭, ওয়াশিংটন ৫০, স্যান্টনার ২/১১, ব্রেসওয়েল ২/৩১)
২১ রানে জয়ী নিউজিল্যান্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *