Breaking News

বাবর আজম-কোহলিদের পর এবার এরন ফিঞ্চ!

বাবর আজম-কোহলিদের পর এবার এরন ফিঞ্চ! কদিন আগে টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বাবর আজম। বিরাট কোহলির সঙ্গে যৌথ রেকর্ড গড়েছেন পাকিস্তান অধিনায়ক।

তাদের দুজনের পরই টি-টোয়েন্টিতে তৃতীয় দ্রুততম ৩ হাজার রানের মাইলফলক ছুঁলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। আজ (রোববার) ইংল্যান্ডের বিপক্ষে ৭ বলে মাত্র ১২ করে আউট হয়ে যান ফিঞ্চ

, তবে এরই মধ্যে তিন হাজারি ক্লাবে ঢুকেছেন তিনি। এই ক্লাবে ঢুকতে ফিঞ্চের লেগেছে ৯৮ ইনিংস। কোহলি আর বাবর দুজনেরই লেগেছিল ৮১ ইনিংস করে।

ইনিংসের হিসেবে দ্রুততম তিন হাজারে চার নম্বরে আছেন নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল। তার লেগেছে ১০১ ইনিংস।

ভারতের অধিনায়ক রোহিত শর্মা পাঁচ নম্বরে। টি-টোয়েন্টিতে তিন হাজারি ক্লাবে ঢুকতে তার লেগেছিল ১০৮ ইনিংস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *