Breaking News

দেশের বাইরে ভারতের স্পিনারদের রেকর্ড

দলের সেরা তারকাদের প্রায় সবাই আইপিএলে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলছেন। তবুও সংক্ষিপ্ত ফরম্যাটে ভারতের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারছে না ওয়েস্ট ইন্ডিজ।

২০০৬ সালের পর এশিয়ান জায়ান্টদের বিপক্ষে কোনো ওয়ানডে সিরিজ জিততে পারেনি তারা। টি-টোয়েন্টিতেও গত পাঁচ বছরে কোনো সিরিজ জয় নেই ক্যারিবিয়ানদের।

এবার ঘরের মাঠে ভারতের কাছে ৪-১ ব্যবধানে হারলো দু’বারের টি-টোয়েন্টি চ্যাম্পিয়নরা। রোববার ফ্লোরিডার লডারহিলে পঞ্চম টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৮৮ রান তোলে ভারত।

রান তাড়ায় নেমে ১৫.৪ ওভারে ১০০ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। এর মধ্যে ৫৬ রান আবার শিমরন হেটমায়ারের। ভারতের তিন স্পিনার অক্ষর প্যাটেল (৩), কুলদীপ যাদব (৩) ও রবি বিষ্ণুই (৪) মিলে ধসিয়ে দেন স্বাগতিকদের।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি প্রথমবার প্রতিপক্ষের ১০ উইকেটের সবকটিই পেলেন স্পিনাররা। দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজে শেষ ১৭ ম্যাচে ভারতের বিপক্ষে মাত্র ২ জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

২০১৭তে সবশেষ ঘরের মাঠে ভারতের বিপক্ষে এ ফরম্যাটে সিরিজ জিতেছিল তারা। অবশ্য ওই সিরিজ ম্যাচই ছিল একটি।
২৭শে আগস্ট শুরু হচ্ছে এশিয়া কাপ। টুর্নামেন্ট হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।

ভারতের প্রথম ম্যাচ ২৮শে আগস্ট চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে। গত বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হারের যন্ত্রণা এখনো ভোলেনি রোহিত শর্মারা।

প্রতিশোধের প্রস্তুতিটা তারা ভালোভাবেই সেরে নিলো ক্যারিবিয়ানদের দিয়ে। বরাবরের মতই দেশের বাইরে দাপটে সিরিজ জিতে নিলো ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *