Breaking News

টি-টোয়েন্টি এশিয়া কাপের ইতিহাসে পাকিস্থানের কাছে সর্বনিম্ন রানে অলআউট হলো হংকং

টি-টোয়েন্টি এশিয়া কাপের ইতিহাসে সর্বনিম্ন রানে অলআউট হলো হংকং। ১৯৩ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ১০.৪ ওভারে মাত্র ৩৮ রানেই গুটিয়ে যায় হংকং। পাকিস্থানের বোলারের মধ্যে সাদাব খান নেন ৪ উইকেট ।

এর আগে  প্রথম ব্যাট করতে নেমে পাকিস্থানের ১০ ওভারে বোর্ডে ছিল মাত্র ৬৪। এই পাকিস্তানেরই ২০ ওভার শেষে রান দাঁড়ালো ২ উইকেটে ১৯৩ রান। অর্থাৎ শেষ ১০ ওভারে ১২৯ রান যোগ করেছে বাবর আজমের দল। এর মধ্যে শেষ ওভারেই নেয় ২৯ রান।

অথচ শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আজ (শুক্রবার) হংকংয়ের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের তৃতীয় ওভারেই ধাক্কা খেয়েছিল পাকিস্তান। এশিয়া কাপে টানা দ্বিতীয় ম্যাচে ব্যর্থতার পরিচয় দেন অধিনায়ক বাবর আজম।

হংকং স্পিনার এহসান খানকে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন বাবর (৮ বলে ৯)। দলীয় ১৩ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। এরপর রানের গতি কম থাকলেও দ্বিতীয় উইকেটে দলকে অনেকটা এগিয়ে নেন ফাখর জামান আর মোহাম্মদ রিজওয়ান।

পাওয়ার প্লের ৬ ওভারে পাকিস্তান তোলে ১ উইকেটে ৪০ রান। উইকেটে সেট হয়ে ঝড় তুলেন রিজওয়ান আর ফাখর। ৮১ বলে তারা যোগ করেন ১১৬ রান। অবশেষে ১৭তম ওভারে তাদের জুটিটি ভাঙেন হংকংয়ের অফস্পিনার এহসান খান।

৪১ বলে ৩ চার আর ২ ছক্কায় ৫৩ করে সাজঘরের পথ ধরেন ফাখর। তবে রিজওয়ান ইনিংসের শেষ পর্যন্ত খেলে গেছেন। ৫৭ বলে ৬ চার আর ১ ছক্কায় ৭৮ রানে অপরাজিত থাকেন উইকেটরক্ষক এই ব্যাটার।

শেষ ওভারে হংকং পেসার আইজাজ খানের ওপর তাণ্ডব চালান খুশদিল শাহ। প্রথম দুই বলে এক রানও নিতে পারেননি বাঁহাতি এই ব্যাটার। শেষ ৪ বলে তিনি হাঁকান ৪টি ছক্কা।

মাঝে একটি ওয়াইডে বাইসহ ৫ রান হওয়ায় শেষ ওভার থেকে মোট ২৯ রান তুলে নেয় পাকিস্তান। ১৫ বলে ৫ ছক্কায় ৩৫ রানে অপরাজিত থাকেন খুশদিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *