Breaking News

টি-টোয়েন্টি বিশ্বকাপ: পাকিস্তানকে হাঁটিয়ে সেমি ফাইনালে ‘ভারত’

গ্রুপ পর্বে পাকিস্তানের শেষ ম্যাচ আজ। মাঠে নামবে ইংল্যান্ডের বিপক্ষে। কিন্তু তার আগেই নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে দলটি। কারণ, সোমবার আয়ারল্যান্ডকে হারিয়ে গ্রুপ- ‘বি’ থেকে ইংল্যান্ডের পর সেমিফাইনাল নিশ্চিত করে নিয়েছে ভারত।

ছিটকে পড়েছে পাকিস্তান। মূলত ওয়েস্ট ইন্ডিজের কাছে গ্রুপ লিগের ম্যাচে হেরেই বিদায় ঘণ্টা বাজিয়ে ফেলে পাকিস্তান। তবে যদি ভারত তাদের শেষ ম্যাচ হেরে বসতো, তাহলে পাকিস্তানের সম্ভাবনা টিকে থাকতো।

কিন্তু পাকিস্তানের সে আশা পূরণ হয়নি। ভারত নিজেদের শেষ লিগ ম্যাচে আয়ারল্যান্ডকে হারানোর সঙ্গে সঙ্গেই চলতি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে যায় পাকিস্তানের।

সোমবার আয়ারল্যান্ডের বিক্ষে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে ভারত। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৫ রান তোলে ভারতের মেয়েরা। স্মৃতি মন্ধনা ৮৭, শেফালি বর্মা ২৪,

জেমিমা রদ্রিগেজ ১৯ ও হরমনপ্রিত কউর ১৩ রান করেন। লরা ডেলানি নেন ৩ উইকেট। জবাবে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড ৮.২ ওভারে ২ উইকেট হারিয়ে ৫৪ রান তুললে বৃষ্টিতে ম্যাচ বন্ধ হয়ে যায়।

নতুন করে খেলা শুরু না হওয়ায় ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ভারতকে ৫ রানে জয়ী ঘোষণা করা হয়। এক্ষেত্রে আয়ারল্যান্ড যদি ৬০ রানে পৌঁছে যেত, তবে ভারতকে ম্যাচ হেরে মাঠ ছাড়তে হতো।

বি-গ্রুপের সংক্ষিপ্ত পয়েন্ট টেবিল

১. ইংল্যান্ড: ৩ ম্যাচে ৬ পয়েন্ট (রান-রেট +১.৭৭৬)
২. ভারত: ৪ ম্যাচে ৬ পয়েন্ট (রান-রেট +১.৭১৯)
৩. ওয়েস্ট ইন্ডিজ: ৪ ম্যাচে ৪ পয়েন্ট (রান-রেট -০.৬০১)
৪. পাকিস্তান: ৩ ম্যাচে ২ পয়েন্ট (রান-রেট +০.৯৮১)
৫. আয়ারল্যান্ড: ৪ ম্যাচে ০ পয়েন্ট (রান-রেট -৩.৩৫০)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *