Breaking News

টস জয়ে শুরু অধিনায়ক সাকিবের এশিয়া কাপ, ব্যাটিংয়ে বাংলাদেশ: এক নজরে একাদশ

টস জয়ে শুরু অধিনায়ক সাকিবের এশিয়া কাপ, ব্যাটিংয়ে বাংলাদেশ। টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব পেয়ে প্রথম ম্যাচেই টস জিতলেন সাকিব আল হাসান। আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

শারজাহতে বিকেল গড়ালেও অসহনীয় গরমের সঙ্গে রয়েছে তীব্র রোদ। এরই মধ্যে বাংলাদেশ এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামতে চলেছে আফগানিস্তানের বিপক্ষে।

এবারের এশিয়া কাপে ম্যাচ ভেন্যুতে অনুশীলনের সুযোগ নেই। তাই শারজাহতে নতুন করেই শুরু করতে হচ্ছে দুই দলকে।

এরই মধ্যে এই ম্যাচের টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। বাংলাদেশের এটা প্রথম ম্যাচ হলেও আফগানিস্তানের দ্বিতীয়।

তারা প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে এশিয়া কাপ শুরু করেছে। বাংলাদেশ অধিনায়ক সাকিবের জন্য দারুণ একটি মাইলফলকের ম্যাচ হতে চলেছে এটি।

টি-টোয়েন্টি ক্যারিয়ারের শততম ম্যাচে মাঠে নামতে চলেছেন তিনি। এ ছাড়া তৃতীয় মেয়াদে টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করতে চলেছেন তিনি।

বাংলাদেশ একাদশ:-

সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাইম শেখ, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *