Breaking News

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ২ পরিবর্তন খেলছেন ‘এনামুল হক বিজয়’

প্রথম টেস্টে  অধিনায়ক সাকিব আল হাসানের নেতৃত্বেও দলে ভাগ্য পরিবর্তন হয়নি। মূলত ব্যাটিং ব্যর্থতার কারনেই হেরেছে দল। বেশ কিছু ম্যাচ ধরেই ব্যাটিং ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারছেনা টাইগাররা।

এবার অ্যান্টিগার পর এবার সেন্ট লুসিয়াতেও টস হেরেছেন বাংলাদেশের এই টেস্ট অধিনায়ক। এদিন টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট। বাংলাদেশ দলে ফিরেছেন ৮ বছর পর এনামুল বিজয়।

বাংলাদেশ দল :

সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, এবাদত হোসেন, খালেদ আহমেদ এবং শরিফুল ইসলাম।

এদিকে নেতৃত্ব ছেড়েও ফর্মে ফেরেননি মুমিনুল হক। ওয়েস্ট ইন্ডিজে গিয়ে শূন্য আর চারের বৃত্তে আটকা পড়ে আছেন। ওয়ানডাউনে নামা নাজমুল হোসেন শান্তও রানখরায় ভুগছেন বেশ কয়েকটি ইনিংসে।

শ্রীলংকা সিরিজে দাপুটে ব্যাট করা লিটন দাসও নিজের ছায়া থেকে বের হতে পারছেন না ওয়েস্ট ইন্ডিজে গিয়ে। এদিকে মুশফিকুর রহিমের অনুপস্থিতির ধাক্কা বেশ টের পাচ্ছে বাংলাদেশ।

ওপেনিংয়ে তামিম ইকবাল শুরুটা ভালো করলেও ইনিংস লম্বা করতে পারছেন না। এমন পরিস্থিতি নিয়েই আজ সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় দ্বিতীয় টেস্টে স্বাগতিকদের বিপক্ষে নামবে বাংলাদেশ।

অ্যান্টিগায় বোলাররা ভালো করলেও ব্যর্থ হয়েছেন ব্যাটাররা। দারুণ বল করেছেন তিন পেসার মোস্তাফিজুর রহমান, এবাদত হোসেন ও খালেদ আহমেদ।

দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দলে ডাক পেয়েছেন এনামুল হক বিজয়। চোটের কারণে সফর থেকেই ছিটকে গেছেন ইয়াসির আলি রাব্বি। সেই সুযোগে কপাল খুলেছে বিজয়ের।

এদিকে মোস্তাফিজকে সাদা বলের দুই সিরিজের কথা ভেবে বিশ্রাম দেওয়া হতে পারে সেন্ট লুসিয়া টেস্টে। সে ক্ষেত্রে চোট কাটিয়ে একাদশে ফিরতে পারেন শরিফুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *