Breaking News

জানুয়ারি ৬ থেকে শুরু বিপিএল, বাড়ছে প্রাইজ মানি

৬ জানুয়ারি শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিপিএল) নবম আসর। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে লড়বে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রাইকার্স।

বিপিএলের এবারের আসরের প্রাইজ মানি চার কোটি টাকা। চ্যাম্পিয়ন দল পাবে দুই কোটি, রানার-আপ দলের জন্য অর্থ পুরস্কার থাকছে এক কোটি। টুর্নামেন্টসেরা খেলোয়াড়ের জন্য ১০ লাখ টাকা অর্থ

পুরস্কার রাখার সম্ভাবনা রয়েছে বলে শনিবার জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইসমাইল হায়দার মল্লিক। শনিবার খবর আসে, শ্রীলঙ্কার বোর্ড নাকি ছাড়পত্র দেবে না ক্রিকেটারদের।

অবশ্য ইসমাইল হায়দার আশ্বস্ত করেছেন, ‘আমাদের প্রধান নির্বাহী শ্রীলঙ্কান বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। ছাড়পত্র পাওয়া যাবে।  এবারের বিপিএলে প্রযুক্তি ব্যবহারের ব্যাপারে ইসমাইল হায়দার জানিয়েছেন,

এবার ডিআরএস থাকবে। তবে পূর্ণাঙ্গ ডিআরএস বলতে যা বোঝায়, সেটি স্থাপন করা হবে এলিমিনেটর পর্ব থেকে। আগের ম্যাচগুলোয় বিকল্প ডিআরএস ব্যবহার করা হবে বলে জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *