Breaking News

ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের এর চেয়ে আর নিচে নামার জায়গা নেই

গত শনিবার ওয়েস্ট-ইন্ডিজ ক্রিকেটের জন্য ছিল বিষাদময় একটি দিন। দুইবারের বিশ্বকাপজয়ী এই দলটিকে ছাড়াই হবে এবারের বিশ্বকাপ। যে দেশ থেকে প্রতিবার তারকা সব ক্রিকেটারদের দেখা যায় বিশ্বকাপ খেলতে,

এবার সে দেশই থাকবে না ক্রিকেটের সবেচেয়ে বড় এই টুর্নামেন্টে। স্কটল্যান্ডের কাছে ৭ উইকেটে হেরে বিশ্বকাপের মূল পর্ব থেকে ছিটকে গেছে ওয়েস্ট ইন্ডিজ। যার ফলে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে পারছে না দলটি।

দলের এমন পারফর্ম্যান্সে বাকিদের মতো হতাশ দলটির সাবেক কিংবদন্তি ব্যাটসম্যান ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক কোচ গর্ডন গ্রিনিজ। তিনি কিছুটা অভিমানের সুরেই এনডিটিভিকে বলেছেন, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের হার

একসময় তাকে কষ্ট দিত, কিন্তু এখন আর কষ্ট পান না, ‘আসলে আমি ইদানীং ক্রিকেট খুব একটা দেখি না। বিশেষ করে সাদা বলের ক্রিকেট। আগে ওয়েস্ট ইন্ডিজের হার আমায় কষ্ট দিত। কিন্তু এখন আর সেভাবে এটি আমাকে পোড়ায় না।

এর মূল কারণ, বেশ অনেক দিন ধরেই আমাদের ক্রিকেটের মান নিচের দিকে নামছে। ওয়েস্ট ইন্ডিজ দল ছাড়া বিশ্বকাপ কল্পনা করতে পারছেন না গ্রিনিজও, ‘অবশ্যই ওয়েস্ট ইন্ডিজ ছাড়া বিশ্বকাপ আমি ভাবতেও পারছি না। আমাদের আসলে আর নিচে নামার জায়গা বাকি নেই এখন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *