Breaking News

ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল পাকিস্তান

ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ১২০ রানে উড়িয়ে সিরিজ জয় নিশ্চিত করল পাকিস্তান।

এর আগে প্রথম ওয়ানডেতে ৫ উইকেটে জিতে স্বাগতিকরা। দ্বিতীয় ম্যাচে শুক্রবার মুলতানে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৭৫ রান সংগ্রহ করে পাকিস্তান। ব্যাট হাতে সর্বোচ্চ ৭৭ রান করেন অধিনায়ক বাবর আজম।

৭২ রান করেন ইমাম উল হক। ক্যারিবিয়ানদের হয়ে ১০ ওভারে ৫২ রান খরচায় ৩ উইকেট নেন আকিল হোসেন।
দলীয় ২৫ রানের মাথায় ১৭ রান করে ফিরে যান ফকর জামান।

এরপর দ্বিতীয় উইকেটে ১২০ রানের জুটি গড়েন বাবর ও ইমাম। মাঝে দু’জনই ফিরে গেলে রানের চাকা মন্থর হয়ে যায় পাকিস্তানের। রিজওয়ান, হারিস, নাওয়াজরা দাঁড়াতেই পারেনি।

২২ রান করেন শাদাব খান। শেষ পর্যন্ত ২৭৫ রানে থামে পাকিস্তানের ইনিংস। ২৭৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই শাই হোপের উইকেট হারিয়ে চাপে পড়ে ক্যারিবিয়ানরা।

এরপর কাইল মায়ার্স ৩৩ এবং ব্রুকস ৪২ রান করলে কিছুটা চাপ দূর হয়। কিন্তু মোহাম্মদ নাওয়াজের ঘূর্ণি বোলিংয়ে ১১৬ রান তুলতেই ৫ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ৩২ ওভার ২ বলে ১৫৫ রানে সব উইকেট হারিয়ে ফেলে।

১০ ওভারে মাত্র ১৯ রান খরচায় চার উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন মোহাম্মদ নাওয়াজ। এছাড়া ওয়াসিম জুনিয়র তিনটি এবং শাদাব খান তুলে নেন দুই উইকেট। ১২ জুন সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *