Breaking News

আজ টাইগারদের সামনে টি-টোয়েন্টিতে ইতিহাস গড়ার হাতছানি

ঢাকায় টানা দুই ওয়ানডেতে পরাজিত টাইগাররা চট্টগ্রামে গিয়েই জ্বলে উঠে টাইগাররা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তৃতীয় ম্যাচ জয় করে। তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচেও দারুণ জয় অর্জন করে।

এবার সিরিজ জয়ের মিশন। মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে আজ জিতলেই বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়ের গৌরব অর্জন করবে বাংলাদেশ।

স্বাগতিক শিবিরে সিরিজ জয় নিয়ে বিশ্বাস শতভাগ। দ্বিতীয় টি-টোয়েন্টির আগে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা তরুণ পেসার হাসান মাহমুদ প্রতিবারই দিয়েছেন আত্মবিশ্বাস। ‘আমরা ইনশাআল্লাহ্ সিরিজ জিতব।

মোমেন্টাম যেহেতু আমাদের দিকে আছে, ইনশাআল্লাহ্ ভালো কিছু হবে। অধিনায়ক আমাদের সাহস দিচ্ছেন। আমরা তরুণ আছি সবাই। সব কিছু মিলে ঠিকঠাক চলছে।

‘এই মুহূর্তে আমাদের যে টি-টোয়েন্টি দলটা আছে, আমি মনে করি বেস্ট বাঞ্চ অব প্লেয়ার্স। সবাই খুবই দুর্দান্ত এবং মাঠে শেষ পর্যন্ত খুবই এফোর্ট দেয়। এটা যদি আমরা ধরে রাখতে পারি, এই ব্যাচটাকে এগিয়ে নিতে পারি,

আমার মনে হয় ওয়ানডে বা টি-টোয়েন্টি যে কোনো ফরম্যাটে আমরা এগিয়ে থাকব। অতীত ইতিহাস বলছে বাংলাদেশ এই ম্যাচে নামতে পারে জয়ী একাদশ নিয়েই।

অর্থাৎ তিন পেসার নিয়ে একাদশ সাজাতে পারে টিম ম্যানেজম্যান্ট। তবে সবকিছু নির্ভর করছে পিচের আচরণের উপর। ম্যাচের দিন দুপুরে পিচ দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ম্যানেজম্যান্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *