Breaking News

বাংলাদেশী ব্যাটারদের দাপটে দিশেহারা কিউই বোলাররা !

বাংলাদেশ তৃতীয় দিনেও দাপট দেখিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে।মাউন্ট মঙ্গানুইয়ে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে বেশ দাপটের সংগেই লরছে মানতে হবে। নান্দনিক টেস্ট ব্যাটিংয়ে প্রথম ইনিংসের লিডটাকে আরো বড় করছে মুমিনুলবাহিনী।নিউজিল্যান্ডের ৩২৮ রানের জবাবে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ৪ উইকেটে  তুলে নেন ৪০১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে। আজ টাইগার ব্যাটসম্যানদের দাপটে নিউজিল্যান্ড বোলারদের অনেকটা অসহায় মনে হয়েছে।তৃতীয় দিন শেষে ইয়াসির আলী রাব্বি ১১ ও মেহেদি হাসান মিরাজ ২০ রানে অপরাজিত আছেন। বাংলাদেশ এরই মধ্যে ৭৩ রানের লিড নিয়েছে, হাতে আছে আরো ৪টি উইকেট। এর আগে ২ উইকেটে ১৭৫ নিয়ে আজকের খেলা শুরু করে বাংলাদেশ দল।

আগের দিন ৭০ রানে অপরাজিত থাকা মাহমুদুল হাসান জয় সাজঘরে ফিরেছেন  মাত্র ৮ রান যোগ করে।  এদিন সুবিধা করতে পারেননি মুশফিকুর রহীমও। ১২ রান করে দলীয় ২০৩ রানের মাথায় আউট হন তিনি।দিনের শুরুতেই দুর্দান্ত ব্যাটিং করতে থাকা জয়ের উইকেট হারায় প্রথম সেশানে। তারপর মুশির বিদায়ের পর দলকে চমৎকার  ১৫৮ রানের জুটি উপহার দেন লিটন দাস ও মুমিনুল হক। ২৪৪ বলে ১২টি চারের সাহায্যে ৮৮ রানের ইনিংস খেলে ট্রেন্ট বোল্টের শিকার হন বাংলাদেশ অধিনায়ক। অবশ্য  রিভিউ নিয়েও এলবিডাব্লিউ থেকে বাঁচতে পারেননি। লিটন দাসের অবস্থাও একই। তিনিও শতক হাতছাড়া করেছেন, সাজঘরে ফিরেছেন ৮৬ রান করে।এখন পর্যন্ত কিউইদের পক্ষে নিল ওয়াগনার ও ট্রেন্ট বোল্ট দুজনেই নিয়েছেন তিনটি করে উইকেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *