Breaking News

৬২ বছর পর এমন লজ্জার রেকর্ডে পড়ল ‘লিভারপুল’

সময়টা মোটেও ভালো যাচ্ছে না ইংলিশ ক্লাব লিভারপুলের। প্রিমিয়ার লিগে পরপর দুই ম্যাচে তিনটি করে গোল খেয়ে পরাজয়ের বৃত্তে দলটি। লিগে আগের ম্যাচেই ব্রেন্টফোর্ডের কাছে ৩-১ গোলে হেরেছিল লিভারপুল।

শনিবার রাতে ব্রাইটনের কাছেও হারল ৩-০ গোলে। ১৯৬১ সালের পর প্রথমবারের মতো লিগে ব্রাইটনের কাছে হারতে হলো লিভারপুলকে। ব্রাইটনের মাঠে ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য।

বিরতির পর ম্যাচের ৪৬তম মিনিটে গোল করে ব্রাইটনকে এগিয়ে দেন সোলি মার্চ। সাত মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন মার্চই। ফার্গুসনের পাস নিয়ে বক্সে ঢুকে বাঁ পায়ের শটে বল দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন তিনি।

ম্যাচের ৮১তম মিনিটে ব্রাইটনের পক্ষে তৃতীয় গোলটি করেন ড্যানি ওয়েলবেক। ম্যাচের বাকি সময়ে লিভারপুল একাধিক চেষ্টা করেও গোল ব্যবধান কমাতে পারেনি। এই হারের পর প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় নবম স্থানে রয়েছে জার্গেন ক্লপের দল।

১৮ ম্যাচে ৮ জয় ও ৪ ড্রয়ে ২৮ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ৩০ পয়েন্ট ব্রাইটনের, তাদের অবস্থান সাতে। অন্যদিকে, ১৭ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *