Breaking News

লঙ্কান প্রিমিয়ার লিগে অভিষেক ম্যাচেই ঝড়ো ফিফটি হাঁকিয়ে ম্যাচসেরা হলেন ‘আফিফ’

চলমান লংকান প্রিমিয়ার লিগ এলপিএলের নিজের অভিষেক ম্যাচেই ঝড়ো ফিফটি হাঁকালেন বাংলাদেশের আফিফ হোসেন ধ্রুব। এলপিএলে জাফনা কিংসের হয়ে এই ম্যাচেই প্রথম খেলতে নামেন টাইগার এই বাহাতি ব্যাটার।

এদিন ব্যাট করতে নেমে আফিফ মাত্র ৩০ বলে ফিফটি পূরণ করেন। শেষ পর্যন্ত এক ছক্কা ও ৫ বাউন্ডারিতে ৩৫ বলে ৫৪ রান করেন। আর তার দল ৮ উইকেটে করে ১৭০ রান।

আফিফ অবশ্য প্লেয়ার্স ড্রাফট থেকে দল পাননি। জাফনা কিংসের বদলি খেলোয়াড় হিসাবে খেলবেন তিনি। টুর্নামেন্টের মাঝপথে জাফনার টিম কোহলার ক্যাডমোর ছিটকে পড়ায় সরাসরি চুক্তিতে আফিফকে দলে ভিড়ায় দলটি।

অফিফ বাংলাদেশের প্রতিভাবান ব্যাটার। প্রয়োজনে অফ-স্পিন বোলিংও করেন। ২৩ বছর বয়সী এই ক্রিকেটার দেশের জার্সিতে ৬০ টি ২০ ও ২২ ওয়ানডে ম্যাচ খেলেছেন।

দুই ফরম্যাটেই তার দখলে রয়েছে সমান তিনটি করে ফিফটি হাঁকানো ইনিংস। সব মিলে তিনি ১৪২টি টি ২০ ম্যাচ খেলেছেন ২২.৭৬ গড়ে রান ২৫২৭। ১২৪.০৫ স্ট্রাইক রেটে তার হাফ সেঞ্চুরি নয়টি। উইকেট নিয়েছেন ৩১টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *