Breaking News

মেসির পিএসজিতে থাকা আর না থাকার মধ্যে পার্থক্য বোঝালে কোচ

বিশ্বকাপ জয়ের পর প্রথমবারের মতো মাঠে নামলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। তার উপস্থিতিতে উজ্জীবিত পিএসজি দলও পেয়েছে সহজ জয়। ফ্রেঞ্চ লিগ ওয়ানে লেঁসের বিপক্ষে হারের পর ঘুরে দাঁড়িয়েছে প্যারিস জায়ান্ট পিএসজি।

২-০ গোলের জয়ে দ্বিতীয় গোলটি মেসির। ম্যাচ শেষে মেসির প্রশংসায় পঞ্চমুখ পিএসজি কোচ ক্রিস্টাফ গালতিয়ের। ছুটি কাটিয়ে এলেও ফিটনেসের ঘাটতি নেই মেসির। মুগ্ধ পিএসজি কোচ বলেন,

‘আজ আমরা আবারও বিশ্বের সেরা খেলোয়াড়টিকে দেখলাম। নিজেকে দারুণভাবে ধরে রেখেছে মেসি। বিশ্বকাপ জয়, এরপর আনন্দ উদযাপনের পর নিজেকে খেলার মতো অবস্থায় নিয়ে এসেছে।

প্যারিসে ফিরে সে অনেকগুলো অনুশীলন সেশন করেছে। তাঁর ফিটনেস দুর্দান্তই মনে হয়েছে। মেসি দলে থাকা ও না থাকার মধ্যে তফাৎ দেখেন গালতিয়ের, ‘মেসি গোল করতে পছন্দ করে।

মেসির মতো একজন তারকার কাছ থেকে সব দলই গোল প্রত্যাশা করবে। শারীরিক ও মানসিক দিক দিয়ে দারুণ চাঙা অবস্থায় আছে সে। দ্রুতই মাঠে ফেরার দরকার ছিল তাঁর।

আর আমাদের দলের জন্যও তাঁর মাঠে ফেরাটা গুরুত্বপূর্ণ ছিল। মেসির থাকা আর না থাকার মধ্যে পার্থক্য আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *