Breaking News

ভারত-পাকিস্তান এশিয়া কাপের ম্যাচ নিয়ে পন্টিংয়ের ভবিষ্যদ্বাণী

ভারত-পাকিস্তান এশিয়া কাপের ম্যাচ নিয়ে পন্টিংয়ের ভবিষ্যদ্বাণী। ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তান মানেই সারা ক্রিকেটবিশ্বের নজর সেই হাই-ভোল্টেজ লড়াইয়ের দিকে। আসন্ন টি-২০ বিশ্বকাপে দেখা যাবে ভারত-পাকিস্তান ম্যাচ।

তবে তার আগে এশিয়া কাপেও সম্মুখসমরে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। স্বাভাবিকভাবেই ২৮ আগস্টের সেই ম্যাচের আগে বিস্তর আলোচনা চলছে দু’দেশের লড়াই নিয়ে।

কারা এগিয়ে কারা পিছিয়ে আলোচনা চলছে বিস্তর। বিশেষজ্ঞরা নিজেদের মতামত দিচ্ছেন ভবিষ্যদ্বাণীও করছেন কারা জিততে পারে সেই বিষয়ে। সেই তালিকায় নাম লেখালেন রিকি পন্টিং।

আইসিসি রিভিউয়ের সাম্প্রতিক এপিসোডে পন্টিং এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে নিজের মতামত জানান।কোনওরকম রাখঢাক না করে সাবেক অজি অধিনায়ক বেছে নিলেন নিজের ফেভারিট।

ভবিষ্যদ্বাণী করলেন, ভারত-পাকিস্তান দ্বৈরথে কারা জিততে পারে, সে বিষয়ে। সঞ্জনা গণেশনের সঙ্গে আলোচনায় পন্টিং স্পষ্ট বলেন, “আমি মনে করি ভারত জিতবে। আমার ধারণা ভারতই এশিয়া কাপ জিতবে।

তাই পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ে আমি ভারতের হয়েই বাজি ধরব। যদিও তাতে পাকিস্তানের এমন কিছু ক্ষতি হবে না। ওরা অসাধারণ ক্রিকেটজাতি। ওরা প্রতিনিয়ত সুপারস্টার প্লেয়ার উপহার দিয়ে চলেছে।

পন্টিং আরও বলেন শুধুমাত্র এশিয়া কাপ নয় যেকোনও টুর্নামেন্টেই ভারতকে হারানো সহজ কাজ নয়। যতবারই আমরা টি-২০ বিশ্বকাপ নিয়ে কথা বলব, ভারতকে আলোচনায় রাখতেই হবে। ‘

অন্যান্য দলের থেকে ভারতের গভীরতা অনের বেশি। সেকারণেই আমার মনে হয় ভারতই এশিয়া কাপ জিতবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *