Breaking News

ঘোষণা দিয়েও মেসির পেনাল্টি রুখতে পারলেন না নেদারল্যান্ডসের গোলরক্ষক

এরি মধ্যে নেদারল্যান্ডসকে চোখের জলে ভাসিয়ে আরো একবার বিশ্বকাপের সেমিফাইনালে উঠলো আর্জেন্টিনা। ২০১৪ বিশ্বকাপের পর আবারো ডাচদের টাইব্রেকারে হারালো মেসিরা।

এই ম্যাচে ডাচদের গোলবার সামলানোর দায়িত্ব ছিল গোলরক্ষক নোপার্টের। স্নায়ুযুদ্ধে এগিয়ে থাকতে কোয়ার্টারের আগেই মেসির পেনাল্টি ঠেকানোর ঘোষণা দিয়েছিলেন তিনি;

কিন্তু দুইবার সুযোগ পেয়ে একবারও মেসিকে আটকাতে পারলেন না নোপার্ট। কোয়ার্টার ফাইনাল খেলতে নামার আগে এক সংবাদ সম্মেলনে নোপার্ট টাইব্রেকারে মেসির পেনাল্টি রুখে দেওয়ার ব্যাপারে বলেছিলেন,

‘আমি এটার জন্য সবসময় প্রস্তুত এবং সেও মিস করতে পারে। এর আগেও আমরা দেখেছি বিশ্বকাপে তার পেনাল্টি মিস। সে আমাদের মতই মানুষ।

তবে সে দুর্দান্ত কিন্তু এটা সত্যি তার পেনাল্টি আমি সেভ করবো। কথায় আত্মবিশ্বাস দেখালেও মাঠে তা দেখাতে পারেননি নোপার্ট। নির্ধারিত সময়ের ৭৪ মিনিটে পেনাল্টি থেকে ঠাণ্ডা মাথায়

নোপার্টকে বোকা বানিয়ে গোল করেন মেসি। টাইব্রেকারেও স্নায়ু সামলে দারুণভাবে ঠান্ডা মাথায় নোপার্টকে আবারো বোকা বানালেন লিওনেল মেসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *